Book Name:Kamyab Tajir Kay Ausaf
তেমনিভাবে আমার উপর ইনফিরাদি কৌশিশ করে নিজেদের সাথে মসজিদে নিয়ে যেতো, ভাল ভাল কথা শুনতো। একদিন তাদের সাথে নামায আদায় করতে মসজিদে যাওয়া হলো। নামায আদায় করার পরে তারা আমাকে চৌক দরসে অংশগ্রহণ করার দাওয়াত দিলো। অতঃপর আমি তা প্রত্যাখান করাটা সঠিক মনে করিনি এবং অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। মসজিদের বাইরে আলোকিত জায়গায় চৌক দরসের ব্যবস্থা করা হলো দা’ওয়াতে ইসলামীর এক মুবাল্লীগ চৌক দরস দিলো। যেটা শুনে খুব ভাল লাগলো। বন্ধদের নেকীর দাওয়াতের উৎসাহ উদ্দীপনা দেখে আমি খুব প্রভাবিত হলাম আমি আমার অন্তরে এক আশ্চর্য ধরণের অবস্থার অনুভব করতে লাগলাম চৌক দরসের বরকতে দা’ওয়াতে ইসলামীর ভালবাসা অন্তরে গেঁথে গেলো এবং আমি এই পরিবেশের হয়েই গেলাম। اَلْحَمْدُ لِلّٰه এটা লিখা পর্যন্ত রূকনে কাবিনার দায়িত্বে সুন্নাতের খেদমত করে যাচ্ছি।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সফল ব্যবসায়ীর কিছু গুনাবলী শুনি এবং যে সব ইসলামী ভাইয়েরা ব্যবসায়ীক শাখায় সম্পৃক্ত বিশেষ করে এটাকে আপন করে নেয়ার নিয়্যত ও করে নিন।
স্মরণ রাখবেন! দুনিয়ার কোন কাজই পরিশ্রম ব্যতিত হয় না। কিন্তু ব্যবসা কঠিন পরিশ্রম, দক্ষতা ও সাবধানতা চায় অলস ব্যাক্তি কখনো কোন কাজ্রে মধ্যে সফল হতে পারে না। প্রসিদ্ধ উদাহরণ রয়েছে যে, পরিশ্রম ছাড়া লোকমাও মুখে যায় না। ব্যবসায়ী চাই যতো বড়ই ব্যাক্তি হয়ে যাক না কেন, কিন্তু সকল কাজ যেন চাকরের উপর যেন ছেড়ে না দেয়। কিছু কাজ নিজেও করবে।
ব্যবসায়ীর জন্য এক গুরুত্ব পূর্ণ গুন হলো উত্তম চরিত্রের অনুসারী হওয়া এমনি তো প্রত্যেক মুসলমানদের উত্তম চরিত্রের অধিকারী হওয়া উচিৎ। কিন্তু ব্যবসায়ীকে বিশেষ করে উত্তম চরিত্রের হওয়া জরুরী। যখন মন্দ স্বভাব ও বদ মেজাজ লোকের প্রতি মানুষ গড়িমসি করে। আর এই ধরনের লোকদের কাছে ক্রেতা একবার গেলে দ্বিতীয়বার যেতে চাই না।