Book Name:Kamyab Tajir Kay Ausaf
ব্যবসায়ীকে নেককার ও আমানতদার হওয়াটা খুবই জরুরী। মন্দ স্বভাব ও অসৎ, হারাম খায় এমন ব্যক্তি ব্যবসার মধ্যে কিভাবে সফল হতে পারে?
তাড়াহুড়াকারী ও অনভিজ্ঞ ব্যবসায়ী
এমনি ভাবে একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য জরুরী যে, তাড়াহুড়াকারী ও অনভিজ্ঞ না হওয়া, কতিপয় ব্যবসায়ী দোকান ব্যবসা শুরু করার সাথে সাথেই লাখপতি হতে চায়। যদি দুইদিন বেচাকেনা না হয় বা কিছু ক্ষতি হয়ে যায়, তবে তৎক্ষণাৎ মন খারাপ করে দোকান/ ব্যবসা ছেড়ে দেয়, এমনটি হওয়া উচিৎ নয়।
অনভিজ্ঞ ব্যবসায়ী সামান্য ব্যবসায় অনেক টাকা খরচ করে ফেলে। তার ছোট দোকানে এত খরচ বহন করতে পারে না, অবশেষে অকৃকার্য হয়ে যায়। এই জন্য এমনটি না করা উচিৎ এমনকি অনর্থক খরচ ও অনর্থক অপচয় থেকে বাঁচাটা অবশ্যই জরুরী।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমরাও আল্লাহ পাক ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তষ্টি অনুসারে জীবন অতিবাহিত করতে চায় এবং এক সর্বোত্তম ও শরয়ী মুসলমান হতে চায়, তবে দা’ওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সব সময়ের জন্য সম্পৃক্ত হয়ে যান। আশিকানে রাসূলের সাথে মাদানী কাফেলায় সফর করাটা আমল বানিয়ে নিন। اِنْ شَآءَ الله উভয় জাহানের প্রশান্তি সৌভাগ্য হবে। اَلْحَمْدُ لِلّٰه দা’ওয়াতে ইসলামী সুদৃঢ় দ্বীনে প্রচার প্রসারের জন্য অসংখ্য বিভাগ দ্বীনি কাজ করে যাচ্ছে, এই গুলোর মধ্যে একটা বিভাগ হলো “যোগাযোগ তাজিরান”।
ব্যবসায়ীদের সাথে যোগাযোগ বিভাগ
اَلْحَمْدُ لِلّٰه জামাআত সহকারে নামায পড়ার গুরুত্ব দিতে, সুন্নাতের প্রশিক্ষণ ও নেকীর দাওয়াত প্রসার কারার জন্য দা’ওয়াতে ইসলামী ৮০টিরও বেশি বিভাগে দ্বীনি কাজ করতেছে, এগুলোর মধ্যে হতে একটি বিভাগ “যোগাযোগ বিভাগ ব্যবসায়ীদের সাথেও” রয়েছে, বানিজ্য এমন একটি খাত যা প্রতিটি দেশে মেরুদণ্ডের হাড়ের অবস্থান রাখে, বরং