Kamyab Tajir Kay Ausaf

Book Name:Kamyab Tajir Kay Ausaf

একজন যাদেরকে রহমতে আলম, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জান্নাতী হওয়ার সুসংবাদ শুনিয়েছেন

(কারামাতে সাহাবা, ১২০ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হযরত জুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ এর কাছে তাঁর সফল ব্যবসায়ী হওয়ার গোপন তথ্য জিজ্ঞাসা করা হয়েছিলো তখন তিনি رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি কখনো কোন জিনিস না দেখে ক্রয় করিনি এবং অল্প লাভকে ছেড়ে দিইনি, আর আল্লাহ পাক যাকে চান বরকতে পরিপূর্ণ করেন (আল ইসতিয়াব, ৮১১ অধ্যায়, ২য় খন্ড, ৯২ পৃষ্ঠা)

প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো, যখন হযরত জুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ এর কাছে তাঁর ব্যবসার সফলতার গোপন তথ্য জিজ্ঞাসা করা হয়েছিলো, তখন তিনি رَضِیَ اللهُ عَنْہُ  কতো সুন্দর মাদানী ফুল বর্ণনা করলেন এবং তারপর শেষে এটাও বললেন যে, এতে আমার কোন যোগ্যতা নেই বরং আল্লাহ পাক যাকে চান তাকে বরকত দিয়ে ধন্য করেন এর থেকে খুব ভালোভাবে আনুমান করা যেতে পারে যে, আমাদের পূর্ববর্তী বুযুর্গদের ব্যবসার ধরণ উপার্জনের ধরণ কি পরিমাণ উচ্চ ছিলো

তাঁর আমানতদারী

প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত জুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ এইভাবে সব দিক দিয়ে তাঁর উদাহরণ তিনি নিজেই ছিলেন কিন্তু বিশেষ করে ব্যবসার মধ্যে তাঁর তাকওয়া পরহেযগারী অন্যান্য লোকদের জন্য অনুসরনের উপযুক্ত ঈর্ষার কারণ ছিলো

তিনি যেহেতু এক আমানতদার সফল ব্যবসায়ীও ছিলেন, ব্যবসা সম্পর্কিত আল্লাহ পাক তাঁকে কি কি কল্যাণ দান করেছেন তাও শুনার সৌভাগ্য অর্জন করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

িনি رَضِیَ اللهُ عَنْہُ খুবই আমানতদার ছিলেন। আমীরুল মুমিনীন হযরত উসমান গণি, হযরত মিকদাদ, হযরত আব্দুর রহমান বিন আউফ এবং হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ সহ অন্যান্য সাতজন মহান মর্যাদাশীল সাহাবায়ে কিরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان হযরত জুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ এর আমানদারীর কারণে তাঁরা তাঁদের পর তাঁকে তাঁদের সম্পদের