Kamyab Tajir Kay Ausaf

Book Name:Kamyab Tajir Kay Ausaf

ইসলামের রোকন স্তম্ভ স্থায়ী দৃঢ় করার জন্য, দাওয়াতে ইসলামীর এই বিভাগ প্রচেষ্টায় রয়েছে   

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ব্যবসার আদব

প্রিয় ইসলামী ভাইয়েরা! এমনি ভাবে সফল ব্যবসায়ীর জন্য ব্যবসা সংক্রান্ত অনেক নিয়ম কানুন আদব সম্পর্কে জানাটা খুবই জরুরী সেগুলোর মধ্যে থেকে অনেক আদব এমন যে, যেগুলোর উপর আমল করাটা প্রত্যেক ব্যবসায়ীর জন্য আবশ্যক তাই আসুন! তাফসীর সীরাতুর জিনান ২য় খন্ড, ১৮৪ পৃষ্ঠায় ব্যবসা সংক্রান্ত আরো কিছু আদব শুনি, যেন ব্যবসার মধ্যে কোন ধরণের শরয়ী ভুল করে আল্লাহ পাকের অসন্তুষ্টি কল্যাণ এবং বরকত থেকে বঞ্চিত যেন না হই

() ব্যবসায়ীর উচিৎ, সে প্রতিদিন সকালে ভাল নিয়্যত অন্তরে তাজা করবে, বাজারে এই জন্য যাচ্ছি যে, যাতে হালাল রুজি অর্জন করে নিজের পরিবারের সদস্যদের ভরণ পোষণ করতে পারি এবং তারা যেন সৃষ্টির কাছে অমুখাপেক্ষী হয় আর আমার এত অবসর হয়ে যায় যে, আমি আল্লাহ পাকের ইবাদত করতে থাকবো এবং আখিরাতের পথে চলতে থাকবো এমনকি এটাও নিয়্যত করবে যে, আমি মানুষের সাথে নম্রতা, একনিষ্ঠতা আমানতদারী তা অবলম্বন করবো, নেকীর হুকুম দিবো, খারাপ কাজ থেকে বিরত রাখবো এবং খিয়ানত করা থেকে দূরত্ব বজায় রাখবো

() ব্যবসায়ী যেন আসল জাল নোট চেনার পদ্ধতি শিখে এবং না নিজে জাল নোট নিবে, না অন্য কাউকে দিবে যাতে মুসলমানদের হক নষ্ট না হয়

() যদি কেউ জাল নোট দিয়ে দেয় (এবং যে দিয়েছে তার যদি পরিচয় পাওয়া না যায়) তবে সেটা অন্য কাউকে দেওয়াটা উচিৎ নয় আর যদি যে দিয়েছে তার পরিচয় পাওয়া যায়, তবে তার থেকে আসল টাকা নিয়ে তাকে জাল নোট দেওয়া উচিৎ হবে না বরং ছিড়ে ফেলে দিবে যাতে অন্য কাউকে ধোকা দিতে না পারে