Kamyab Tajir Kay Ausaf

Book Name:Kamyab Tajir Kay Ausaf

() নিজের মালের সীমার চেয়ে অধিক প্রশংসা করবে না কেননা, এটা মিথ্যা প্রতারণা আর যদি ক্রেতার এই মাল সম্পর্কে পূর্বেই জানা থাকে তবে তার জায়েয সঠিক প্রশংসা যেন না করে কেননা, এটা অনর্থক

() যদি নিজের কাছে অবস্থিত সঠিক মালের মধ্যে কোন ত্রুটি দেখা দিলো, তবে তা ক্রেতার কাছে লুকাবে না অন্যতায় জালিম গুনাহগার হবে

() ওজন পরিমাপে ধোকা দিবে না বরং পুরোটা তুলবে এবং পুরো মাপবে

() আসল দাম গোপন করে কোন ব্যক্তিকে দামের মধ্যে ধোকা না দেওয়া উচিৎ

() অতিরিক্ত লাভে নিবে না, যদিও ক্রেতা কোন অক্ষমতার কারণে অতিরিক্তের উপর রাজী হয়

() গরীবদের মাল অধিক দাম দিয়ে কিনুন যাতে তারও খুশী সৌভাগ্য হয় যেমনি বাবে বিবাহ সূত্র এবং ফসল যা গরীবদের হাতে পুনরায় এসেছে কেননা, এই ধরণের গোপনতা সদকার চেয়েও অধিক ফযীলত রয়েছে

(১০) ঋণ হয়ে গেলে সে চাওয়ার পূর্বেই আদায করে দাও এবং তাকে নিজের কাছে দেওয়ার পরিবর্তে তার কাছে গিয়ে দিয়ে দাও

(১১) দুনিয়ার বাজার তাকে আখিরাতের বাজার থেকে বাধা যেন না করে আর আখিরাতের বাজার হলো মসজিদ

(১২) বাজারের মধ্যে দীর্ঘক্ষণ থাকার চেষ্টা যাতে না করে

(কিমিয়ায়ে সাদাত, রুকনে দোম দর মুয়ামালাত, /৩২৬-৩৪০)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

পেশা, সেটা যাই হোক

্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণিত এই মাদানী ফুল প্রকৃতপক্ষে রিযিকের মধ্যে বরকত এবং দেশ ও সম্প্রদায়ের উন্নতীর বড় ব্যবস্থা পত্র। সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এবং পূর্ববর্তী বুযুর্গগণ رَحِمَہُمُ اللہُ الْمُبِیْن আমলী জীবনের প্রত্যেক ময়দানে ঐ সৌন্দর্য্য সমূহকে নিজের কর্মকাণ্ডের অংশ বানিয়ে নিয়েছে। ঐসব মোবারক বুযুর্গদের মনে জীবনের সুখের