Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen
মুসলমানদেরকে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিতে দেখে তাদের রক্ত জ্বলে উঠলো ফলে তারা মুসলমানদের মারা শুরু করলো।
হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ কেও মারলো, যার কারণে তিনি رَضِیَ اللهُ عَنْہُ বেহুশ হয়ে গেলেন, যখন তাঁর গোত্র বনু তাঈমের লোকেরা জানতে পারল, তখন তারা দৌঁড়ে আসলো এবং তাঁকে ঘরে নিয়ে গেলো, তাঁর পিতা আবু কুহাফা ও বনু তাঈমের লোকেরা খুবই চিন্তিত ছিলো, বারবার তাঁর সাথে কথা বলার চেষ্টা করছিলো, অবশেষে দিনের শেষ ভাগে তাঁর হুঁশ ফিরে আসলো। যখন তারা তাকে তাঁর অবস্থা জিজ্ঞাসা করলো তখন তাঁর মুখ থেকে সর্বপ্রথম এই বাক্যটি উচ্চারিত হলো যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেমন আছেন? তাঁর এ কথা শুনে গোত্রের অনেকলোক অসন্তুষ্ট হয়ে চলে গেলো, তাঁর আম্মাজান উম্মুল খায়ের সালমা যখন কিছু খাওয়ার কথা বলতেন তখন তিনি শুধু একই কথা বলতেন, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم’র কী অবস্থা? আমাকে শুধু তাঁর সংবাদ দিন। এ অবস্থা দেখে তাঁর মা বলতে লাগলেন: আল্লাহর শপথ! আমি আপনার বন্ধুর খবর জানিনা যে, তিনি কেমন আছেন? সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ বললেন: আপনি উম্মে জামীল বিনতে খাত্তাবের কাছে যান এবং তার কাছে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সম্পর্কে জিজ্ঞাসা করুন, তাঁর মা উম্মে জামীল বিনতে খাত্তাব رَضِیَ اللهُ عَنْہَا’র নিকট এসে বললেন: আমার পুত্র আবু বকর আপনার কাছে তাঁর বন্ধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে, তিনি কেমন আছেন? হযরত উম্মে জামিল رَضِیَ اللهُ عَنْہَا এই প্রশ্নের উত্তর না দিয়ে বললেন: আপনি যদি চান, তবে আপনার সাথে আপনার ছেলের কাছে যেতে পারি, উভয়ে হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ ’র নিকট পৌঁছল, তখন তিনি رَضِیَ اللهُ عَنْہُ তাঁর কাছে এটি জিজ্ঞাসা করলেন: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেমন আছেন?
হযরত উম্মে জামীল رَضِیَ اللهُ عَنْہَا বললেন: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিরাপদে ও একেবারে সুস্থ আছেন। তিনি জিজ্ঞাসা করলেন: হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এখন কোথায় আছেন? তিনি উত্তর দিলেন: ‘দারে আরকামে’ অবস্থান করছেন। সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ বললেন: আল্লাহ পাকের শপথ! আমি ততক্ষণ পর্যন্ত কোন কিছু পানাহার করব