Siddique Akbar Ka Kirdar o Farameen

Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen

না, যতক্ষণ না হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمকে নিজের চোখে দেখবো না, অবশেষে যখন সবাই চলে গেলো তখন তাঁর আম্মাজান উম্মে জামীল বিনতে খাত্তাব, তাঁকে রাসুলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم খেদমতে নিয়ে গেলেন, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর এই আশিককে দেখলেন, তখন চোখে অশ্রু বয়ে গেলো এবং গিয়ে জড়িয়ে ধরলেন, তাঁকে চুমু খেতে লাগলেন এই আবেগময় অবস্থা দেখে সকল মুসলমানও আবেগ তাড়িত হয়ে তাঁর দিকেই ধাবিত ছিলেন, তাঁকে ক্ষত-বিক্ষত দেখে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন

    হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: ইয়া রাসুলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার মা-বাবা আপনার প্রতি উৎসর্গিত, আমি ভালো আছি, ব্যস! সামান্য আঘাত পেয়েছি যেদিন তাঁকে কষ্ট দেয়া হয়েছিলো, সেই দিনই তাঁর আম্মাজান হযরত উম্মুল খায়ের সালমা হযরত আমীরে হামযা رَضِیَ اللهُ عَنْہُمَا ইসলাম গ্রহণ করেন

(তারিখে মদীনা দামেশক, ৩০/৪৯ আল বিদায়তু ওয়ান নিহায়া, /৩৬৯)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ ইশ্‌কে রাসূলে ডুবে দ্বীনে ইসলামের প্রচার ও উন্নতির জন্য কিরূপ দুঃখ কষ্ট সহ্য করেছেন। ইসলামের এই মহান মুবাল্লিগ নিজের শরীর, মন, ধন সবকিছু আল্লাহ পাক ও তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم র ভালোবাসায় কুরবান করে দিয়েছেন, এরূপ দুঃখ ও কষ্ট পাওয়ার পরও নিজের চিন্তা না করে নিজের আক্বা ও মাওলা, হযরত মুহাম্মদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেই স্মরণ করছেন আর ব্যাকুল ছিলেন যে, যেকোন ভাবে আমি যেন আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর অবস্থা সম্পর্কে অবহিত হয়ে যাই, তিনি কোন কষ্টে নাই তো, একটু ভাবুন তো যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর প্রতি জীবন উৎসর্গকারী সাহাবায়ে কেরামগণের عَلَیۡہِمُ الرِّضۡوَان প্রেম ও ভালোবাসার অবস্থা এমনি ছিলো, আসুন! আমরাও চিন্তা করি যে, আমরা আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে কেমন ভালোবাসি? আমাদের মাঝেও কি ইসলামের জন্য কুরবানী দেয়ার চেতনা বিদ্যমান? সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان ও বুযুর্গানে দ্বীনগণ رَحِمَہُمُ الله তো প্রাণ ও সম্পদ কুরবানী