Book Name:Aaqa Ka Safar e Meraj

নসিব হবে (১৬) সদকা প্রদানের বরকতে আল্লাহ পাকে সাহায্য অর্ন্তভূক্ত হবে (১৭) সদকা প্রদানকারীর জন্য আল্লাহ পাকে রহমত ওয়াজিব হবে (১৮) সদকা প্রদানকারীর প্রতি ফিরিশতারা দরূদ প্রেরণ করবে (১৯) সদকা প্রদানকারীর আল্লাহ পাকে সন্তুষ্টিমুলক কাজ করবে (২০) সদকা প্রদানকারী থেকে আল্লাহ পাকে গযব দূর হবে (২১) সদকা প্রদানকারীর গুনাহ ক্ষমা হবে, সদকা প্রদানকারীর জন্য মাগফিরাত ওয়াজিব হবে, সদকা প্রদানকারীর জন্য গুনাহের আগুন নিবে যাবে
(
২২) সদকা প্রদানকারী গোলাম আযাদ করার চেয়ে বেশী প্রতিদান পাবে (২৩) সদকা প্রদানকারীর বিগড়ে যাওয়া কাজ সঠিক হবে (২৪) সদকা প্রদানের বরকতে পরস্পর ভালবাসা বৃদ্ধি পাবে (২৫) সদকা প্রদানের বরকতে সামান্য ব্যয়ে অনেকের পেট ভরে যাবে (২৬) আল্লাহ পাকে নিকট মর্যাদা বৃদ্ধি পায় (২৭) সদকা প্রদানকারী কিয়ামতের দিন দোযখ থেকে নিরাপদ থাকবে (২৮) সদকা প্রদানকারীর উপর দোযখের আগুন হারাম হবে (২৯) সদকা প্রদানকারী আখিরাতে আল্লাহ পাকে দয়ার উপকারীতা লাভ করবে (৩০) আল্লাহ পাক চাইলে সদকা প্রদানকারী রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র নালাইনের সদকায় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে (ফতোওয়ায়ে রযবীয়া, ২৩/১৫২)

    !سُبْحٰنَ الله আপনারা শুনলেন তো! সদকা দেয়া কত মহান কাজ ও এর বরকতে সদকা প্রদানকারীকে দুনিয়া ও আখিরাতে কিরূপ বরকত অর্জিত হয়ে থাকে, সুতরাং দ্রুত এই বরকত অর্জন করার জন্য আপনারাও সদকা ও খয়রাত করাকে নিজের অভ্যাসে পরিনত করুন। اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী ৮০টিরও বেশি বিভাগে দ্বীনি খেদমত করে যাচ্ছে, আপনার প্রতি অনুরোধ আপনার সদকা ও অনুদান দাওয়াতে ইসলামীর অধীনে প্রতিষ্ঠিত মাদরাসাতুল মদীনা ও জামেয়াতুল মদীনাতে প্রদান করুন, কেননা আশিকানের রাসূলের মসজিদ ভরো কার্যক্রম “দাওয়াতে ইসলামী”র অধীনে প্রতিষ্ঠিত জামেয়াতুল মদীনা (বয়েজ এন্ড গার্লস), মাদরাসাতুল মদীনা (বয়েজ এন্ড গার্লস) এবং মাদানী চ্যানেলের বাৎসরিক ব্যায় শুধু কোটি নয় বরং কয়েক কোটি টাকা। জামেয়াতুল মদীনা (বয়েজ এন্ড গার্লস) এর মাধ্যমে এই পর্যন্ত হাজারো ওলামায়ে কিরাম