Shab e Barat Kese Guzarain

Book Name:Shab e Barat Kese Guzarain

(পারা: ১৯, সূরা: শুয়ারা, আয়াত: ৮৯)

কানযুল ঈমান থেকে অনুবাদ:কিন্তু সেই ব্যক্তি, যে আল্লাহর সম্মুখে হাযির হয়েছে বিশুদ্ধ (পবিত্র) অন্তর নিয়ে

    বুঝা গেলো, কিয়ামতের দিন না টাকা কাজে আসবে, না সন্তান, কিয়ামতের দিন প্রশান্ত অন্তর কাজে আসবে প্রশান্ত অন্তর কি? অন্তর যা কুফর শিরক হতে পবিত্র, যার অন্তরে মন্দ আকীদা নেই, অন্তর যা বাতেনী রোগ থেকে পবিত্র, যার মধ্যে হিংসা নেই, বিদ্বেষ নেই, ক্ষোভ নেই, দুনিয়ার ভালোবাসা নেই, এমন পবিত্র অন্তরওয়ালা কিয়ামতে সফল হবে

মানুষের মাঝে উত্তম কে...?

    হযরত আব্দুল্লাহ বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত; প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র দরবারে আরয করা হলো: اَیُّ النَّاسِ اَفْضَلُ؟  মানুষের মাঝে উত্তম কে? ইরশাদ করলেন: کُلُّ مَخْمُوْمِ الْقَلْبِ، صُدُوقُ اللِّسَانِ প্রত্যেক ব্যক্তি যে مَخْمُوْمُ الْقَلْب আর সত্যবাদী সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: ইয়া রাসুলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! صُدُوْقُ اللِّسَان সত্যবাদী কাকে বলে, এটাতো আমরা জানি مَخْمُوْمُ الْقَلْب কে? মুত্তাকী ব্যক্তি, যার উপর কোনো গুনাহ নেই, তার অন্তরে না অবাধ্যতা রয়েছে, না বিদ্বেষ, না হিংসা (ইবনে মাজাহ, ৪র্থ খন্ড, ৪৭৫ পৃষ্ঠা, হাদীস: ৪২১৬)

    سُبْحَانَ الله! বুঝা গেলো, যে সত্যবাদী, মিথ্যা বলে না, আর যার অন্তরে না অবাধ্যতা রয়েছে, না বিদ্বেষ, না ক্ষোভ, না হিংসা বিদ্বেষ, ব্যক্তি বড়ই মর্যাদাবান

তিনবার জান্নাতের সুসংবাদ পেয়েছে

    রাসুলের সাহাবী হযরত আনাস বিন মালেক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খিদমতে হাজির ছিলাম, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: یَطْلُعُ عَلَیْکُمُ الْآن مِنْ هٰذَا الْفَجِّ رَجُلٌ مِنْ اَهْلِ الْجَنَّۃِ এখনি