Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

    ফিতনায় ভরপুর বর্তমান যুগেও এমন আশিকানে রাসূল ওলামা আছেন যারা সুন্নাতের প্রচারে কর্মরত, সকল আশিকানে রাসূল ওলামার তালিকায় যদি একটু নজর বুলানো হয় তবে সবার আগে খুব সুন্দর, মিষ্টি এক চেহারা কল্পনায় ভেসে উঠবে, মহান বুযুর্গের চেহারা যিনি এই ফিতনায় পরিপূর্ণ যুগে সারা দুনিয়া জুড়ে সুন্নাতের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন, লাখো লাখো মানুষকে সুন্নাতের জীবন্ত প্রতিচ্ছবি বানিয়ে দিয়েছেন, লাখো তরুণ যুবার মুখে দাঁড়ি রাখিয়েছেন, লাখো মানুষের শিরে আমামা (পাগড়ী) শরীফের তাজ সাজিয়ে দিয়েছেন, যার নেকীর দাওয়াতের বরকতে কোটি কোটি গুনাহগার বান্দা তাওবা করেছে, লাখো বান্দা নামাযী হয়েছে, হাজারো কাফির কলমা পড়ে ঈমানের নূরে আলোকিত হয়েছে

    কে এই মহান সম্মানিত ব্যক্তি? কোটি কোটি হৃদয়ের স্পন্দন, কোটি কোটি নয়নের আলো, আলিমে বা-আমল, সালফে সালিহীনের প্রতিচ্ছবি, মুবাল্লিগে ইসলাম, উম্মতের রাহবার, মাহীয়ে বিদআত (তথা বিদআতের মূলোৎপাটনকারী), হামীয়ে সুন্নাত (তথা সর্বস্তরে সুন্নাতের প্রচারক), পীরে তরিকত, রাহবারে শরীয়ত, আশিকে মাহে রিসালাত (আশিকে রাসুল), সাহাবা আহলে বায়তের আশিক, আউলিয়ায়ে উম্মতের প্রেমিক, আশিকে আলা হযরত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা, আবু বিলাল মুহাম্মাদ ইলইয়াস আত্তার কাদেরী, রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ

    কথা সর্বজন বিদিত যে আজকের যুগে এতো বিশাল পরিসরে কুরআন সুন্নাতের খিদমত তিনি করেছেন এবং করে যাচ্ছেন, এই যুগে এমন খিদমত সম্ভবত আর কারো পক্ষে করা সম্ভব হয়নি