Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

আমরা তাঁর ছোটোবেলায়ও তাঁকে কাউকে কখনো মন্দ বলতে অথবা কারো সাথে ঝগড়া ফ্যাসাদ করতে দেখিনি

    * আমীরে আহলে সুন্নাত যৌবনেই ইলমে দ্বীনের পরিচ্ছদে সজ্জিত হয়ে গিয়েছিলেন। তিনি জ্ঞান অর্জনের মাধ্যমগুলো থেকে কিতাব অধ্যয়ন করা ও ওলামায়ে কিরামের স্বংস্পর্শে থাকাকে বেছে নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি অনবরত ২২ বছর মুফতীয়ে আ’জম পাকিস্তান হযরত আল্লামা মুফতী ওয়াক্বার উদ্দীন কাদেরী রযবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বরকতময় স্বংস্পর্শে থাকার সৌভাগ্য লাভ করেছিলেন। * মুফতী ওয়াক্বার উদ্দীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কে তাঁর খিলাফত ও ইজাযত দান করেও ধন্য করেছেন। * মুফতী ওয়াক্বার উদ্দীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ব্যতীত বুখারী শরীফের ব্যাখ্যাকার মুফতী শরীফুল হক আমজাদী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও তাঁকে চার সিলসিলা (কাদেরীয়া, চিশতিয়া, ক্বশবন্দিয়া, সোহরাওয়ারদিয়া)র খিলাফত দান করেন। ১৯৮১ সালের সেপ্টেম্বর মাসে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আশিকানে রাসূলের বিশ্বব্যাপী দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামীর সূচনা করেন, যদিওবা তিনি আগে থেকেই নেকীর দাওয়াত দিতেন কিন্তু যখন দাওয়াতে ইসলামীর বিধিবদ্ধ যাত্রা আরম্ভ হলো, ঐ সময় থেকে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নিয়ম- কানুন সহকারে নেকীর দাওয়াত দেওয়ার কার্যক্রম শুরু করেন। * আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এই মাদানী উদ্দেশ্যকে আত্মস্থ করেছেন যে আমাকে নিজের ও সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে” তারপর এই মাদানী উদ্দেশ্যকে সাথে নিয়ে  দিন কিংবা রাত যাই হোক কোনো কিছুর ভয় না করে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন আর চালিয়ে গেছেন, শেষ পর্যন্ত আল্লাহ পাকের দয়ায়, তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم