Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

নজরে করমে, আউলিয়ায়ে কিরামের رَحِمَہُمُ الله ফয়য বরকতে দাওয়াতে ইসলামীর দ্বীনী বার্তা সারা দুনিয়ায় পৌঁছে গেছে
* শুরুর দিকে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বহু কষ্ট স্বীকার করেছেন, তাঁর চলার পথে বহু বাধা এসে দাঁড়িয়েছিলো, কিছু অজ্ঞ লোকেরা নেকীর দাওয়াতের এই দ্বীনী কাজকে مَعَاذَ الله থামিয়ে দেওয়ার হীন প্রচেষ্টা চালিয়েছিলো কিন্তু তিনি থেমে যাননি, বরং আল্লাহ রহমতের পানে দৃষ্টি নিবদ্ধ রেখে সম্মুখ হতে সম্মুখে অগ্রসর হতে লাগলেন * তিনি দূর দূরান্তে সফর করতেন * এক দিনেই অনেকগুলো বয়ান করতেন মসজিদ হতে মসজিদে, গ্রাম হতে গ্রামে, শহর হতে শহরে তাশরীফ নিয়ে যেতেন * সবাইকে নেকীর দাওয়াত দিতেন * কোথাও কেউ মারা গেলে মুসলমানদের প্রতি সমবেদনা, অন্তর খুশি এবং কল্যাণকামিতার স্পৃহার বহিঃপ্রকাশ স্বরূপ নিজের হাতে মায়্যিতকে গোসল দিতেন, কাফনের কাপড় পরাতেন, জানাযা নামায পড়াতেন, * শোক কিংবা আনন্দ যে কোনো উপলক্ষ্যে মুসলমানদের এভাবে অন্তর খুশি করতেন যে তারাও নেকির দাওয়াতের প্রচার প্রসারের জন্য তাঁর সহগামী হয়ে যেতেন

    এইভাবে তিনি দৃঢ়তার সাথে নেকীর দাওয়াত দিতে রইলেন, তাঁর নিরন্তর প্রচেষ্টার পরিণতিতে * যারা বেনামাযী ছিলো তারা নামযী হয়ে গেলো বরং মসজিদের ইমাম বনে গেলো * কুদৃষ্টি যে দিতো সে লজ্জাশীল হয়ে গেলো * মা বাবার অবাধ্য সন্তান বা-আদব হয়ে গেলো * চোর ডাকাত এলো, তাওবা করলো, চুরি ডাকাতি ছেড়ে সমাজের সম্মানিত মানুষে পরিণত হলো * হিংসার আগুনে জ্বলতে থাকা লোক শোকরগুজার ও অন্যের কল্যাণকামী বনে গেলো * সিনেমা, নাটকের অনুরক্ত ব্যক্তি নাতে