Book Name:Jisme Pak Ke Mojizat

عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন, اَخْبَرَتْنِیْ ھٰذِہٖ فِیْ یَدِیْ এই ভুনা করা ছাগলের যে পা-টি আমার হাতে, তা আমাকে বলেছে (আবু দাউদ, পৃষ্ঠা - ৭১১, হাদীস- ৪৫১০)

    سُبْحٰنَ الله! চিন্তা করে দেখুন ছাগল জীবিত নয়, জবাই করা হয়ে গেছে বরং জবাই করার পর রান্না করে ভুনা করে ফেলা হয়েছেএখন তা কীভাবে আওয়াজ করবে? ছাগলের পা কীভাবে কথা বলবে? কিন্তু হলো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শ্রবণশক্তির মহিমা বাহ্যিকভাবে যেখানে কোনো আওয়াজ নেই, কোনো শব্দও নেই- সেখানে রাসূলে করীম, রঊফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সে ভুনা করা ছাগলের পায়ের কথাও শুনেছেন এবং তা বুঝতেও পেরেছেন

 

লাখো গোলামের দরুদ শোনেন

    হে আশিকানে রাসূল, একটু মনযোগ দিন যে প্রিয় নবী, আক্বা করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হাজার হাজার কিলোমিটার দূরের আওয়াজ শোনেন, লাখ লাখ বছর পর ঘটিতব্য ঘটনার শব্দ শোনেন, তবে কি তিনি তার গোলামদের দরুদ শোনেন না? অবশ্যই রাসূলে রহমত, শাফী উম্মত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সবুজ গম্বুজ শরীফে অবস্থান করে সারা দুনিয়া জুড়ে তার গোলামদের দরুদ শরীফ শোনেন আর চাইলে দয়া করেন, তা মহান দিদার দিয়ে ধন্য করেন

    হাদীসে পাকে রয়েছে, আমাদের প্রিয় আক্বা, রাসূলে খোদা, আহমদে মুজতবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন, আমার যে কোনো উম্মতী যখন আমার উপর দরুদ পাঠ করে, সে যেখানেই থাকুক না কেনো, তার আওয়াজ আমার কাছে পৌঁছে যায়(জালাউল আফহাম, পৃষ্ঠা- ৫৭)

 

    سُبْحٰنَ الله! কতো আযীমুশশান শ্রবণশক্তি! দরুদ পাঠকারী দরুদ পড়ছেকেউ তুরস্কে, কেউ বুখারায় দরুদ পড়ছে। কেউ সমরকন্দে, কেউ আমেরিকায় দরুদ পড়ছে। কেউ আফ্রিকা, কেঊ জাপানে বসে দরুদ শরীফের নযরানা পেশ করছে। কেউ ইরাকে দরুদ পড়ছে। মোটকথা, সারা বিশ্বে যেখানে যেখানে মুসলমান আশিকানে রাসূল অবস্থান করছেন, তারা দরুদ পাঠ করছেএছাড়া মুসলমানের সংখ্যা হাজারো, লাখো নয় বরং