Book Name:Jisme Pak Ke Mojizat

    প্রিয় ইসলামী ভাইয়েরা, তো ছিলো প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দেহ মুবারকের মুজিযা এখন আসুন, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পবিত্র অঙ্গ-প্রত্যঙ্গের কিছু মুজিযা শ্রবণ করি-

(৩) শ্রবণশক্তির মুজিযা

    আমাদের আক্বা মাওলা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কান মুবারক খুবই মনোহর, সুন্দর পরিপূর্ণ ছিলো * তার কান মুবারক অত্যন্ত ফর্সা ছিলো * এবং চুল মুবারক অত্যন্ত কালো ছিলো * কাজেই যখন তাঁর চুল মুবারক কান মুবারককে নিজ-বাঁকে আবৃত করতো তখন অসাধারণ একটি মনোরম দৃশ্যের অবতারণা হতো মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا এই চমৎকার দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চুল মুবারকের মাঝখানে শুভ্রবর্ণের কান মুবারকগুলো এমন দেখাতো যেনো রাতের অমানিশায় ২টি নক্ষত্র জ্বলজ্বল করছে (দালায়িলুন নবুওয়াত লিল বায়হাকী, খণ্ড- , পৃষ্ঠা- ৩০০)

 

আসমানের গর্জন শুনলেন

    হাদীসের প্রসিদ্ধ কিতাব তিরমীযী, ইবনে মাজাহ মুসনাদে ইমাম আহমদের বর্ণনা- একদিন রাসূলে হাশিমী, মক্কী-মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন, নিশ্চয়ই আমি তা দেখি, যা তোমরা দেখো না আমি তা শুনি, যা তোমরা শুনতে পাও না নিশ্চয়ই আসমান গর্জন করেছে আর তার তেমনটা করার অধিকার আছে কেননা আসমানে চার আঙুল পরিমাণও জায়গা এমন নেই, যাতে কোনো না কোনো ফেরেশতা কপাল রেখে আল্লাহ পাকের সিজদা করছে না (তিরমীযী, ৫৫৪ পৃষ্ঠা, হাদীস- ২৩১২)

    سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রথমত প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দৃষ্টির পরিপূর্ণতা দেখুন তো কেবল সামান্য যমীন যমীনের তুলনায় আসমান বহু গুণ বড় অথচ নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যমীনে থেকে আসমান অবলোকন করছেন

    তারপর রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم র শ্রবণশক্তির পরিপূর্ণতা লক্ষ্য করুন। আসমান এখান থেকে হাজারো কিলোমিটার দূরে আমাদের মতো মানুষ অন্য রুমে বসে থাকা ব্যক্তির আওয়াজ শুনতে পাই নাঅথচ আল্লাহর রাসূল, সায়্যিদাতুনা আমিনার