Book Name:Jisme Pak Ke Mojizat

আরোগ্য নসীব হলো (ইমতাউল ইসমা, খণ্ড- ১১, পৃষ্ঠা- ৩৩০) * হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ পা ভেঙে গেলো প্রিয় নবী, রাসূলে হাশিমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তা হাত মুবারক বুলিয়ে দিলেন, ভাঙা পা ঠিক হয়ে গেলো (বুখারী, পৃষ্ঠা- ১০১৫, হাদীস- ৪০৩৯) * বদরের যুদ্ধে হযরত উকাশা رَضِیَ اللهُ عَنْہُ তলোওয়ার ভেঙে গেলো রাসূলে পাক, সাহিবে লাওলাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন মুবারক হাতে তাকে একটি ডাল দিলেন, তা শুভ্র, উজ্জ্বল তলোওয়ারে পরিণত হলো (জামিউল উসুল ফি আহাদীসুর রাসূল, খণ্ড- ১০, পৃষ্ঠা- ৪৪৩) * একবার তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত বিশর বিন মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ মাথায় হাত বুলিয়ে দিলেনএরপর থেকে তিনি এই অবস্থানে পৌঁছালেন যে তিনি কোনো অসুস্থ লোককে হাত ছোঁয়ালে সে আরোগ্য লাভ করতো (কানযুল ম্মাল, অংশ- ১৩,খণ্ড- , পৃষ্ঠা- ১৩০, হাদীস- ৩৬৮৫৬) এবং
* নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ শরীরে হাত বুলালেন সারা জীবন তার দেহ থেকে তাজা সুগন্ধি ছড়াতো (সাবলুল হাদী ওয়ার রাশাদ, খণ্ড- , পৃষ্ঠা- ৮৬) * এইভাবে মুখ মুবারকের কথা বললে - سُبْحٰنَ الله! কেমন তার শান! * মুখ মুবারক হতে কথা নিঃসৃত হওয়ার পূর্বেই তিনি যা বলতেন, তাই হয়ে যেতো একবার হযরত আলীউল মুরতাযা, শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার ঠান্ডা লাগছেতিনি দোয়া করলেন- হে আল্লাহ, আলী হতে ঠান্ডা গরম দূর করে দাও দোয়ার পর মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ সেই অবস্থানে পৌঁছালেন যে তার ঠান্ডাও লাগতো না, গরমও লাগতো না তিনি গরমকালে মোটা কাপড় পরতেন, শীতকালে পাতলা কাপড় পরতেন

(ইবনে মাজাহ, পৃষ্ঠা - ৩৩, হাদীস- ১১৭)

জশনে মিলাদের খুশিতে রোযা রাখুন

    প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم করা আমলের অনুসরণ করতে জশনে মিলাদের খুশিতে রোযা রাখুন মনে রাখবেন, এটি নফল রোযাশরীর সায় দিলে, যার পক্ষে সম্ভব তার রোযা রাখা উচিৎহাদীসে রয়েছে- যে ব্যক্তি সাওয়াবের আশায় একটি নফল রোযা রাখলো, আল্লাহ পাক তাকে দোযখ থেকে ৪০ বছরের (দূরত্বের সমপরিমাণ) দূরে রাখবেন (জামউল জাওয়ামি, খণ্ড- , পৃষ্ঠা- ১৯০, হাদীস- ২২২৫১)