Book Name:Jisme Pak Ke Mojizat

জুলুসে মিলাদে অংশগ্রহণ করুন

    প্রিয় ইসলামী ভাইয়েরা, اَلْحَمْدُ لِلّٰه আমরা জুলুসে মিলাদেও ধূমধামের সাথে অংশগ্রহণ করবো * জুলুসে মিলাদে গাড়ি/মোটর সাইকেল/পায়ে হেঁটে যে কোনোভাবে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করুন * জুলুসে মিলাদে শৃংখলা বজায় রাখুন * জুলুসে মিলাদে প্রত্যেক ইউনিট/ওয়ার্ড/থানা নিগরান যিম্মাদারগণ নিজেদের আলাদা আলাদা ব্যানার বানাবেন যেখানে নিজ নিজ ইউনিট/ওয়ার্ড/থানার নাম লেখা থাকবে * ১২ রবিউল আউয়ালের দিনে যোহরের পর থেকে আসর পর্যন্ত জুলুসে মিলাদে সকল যিম্মাদারগণ বিভিন্ন বিভাগের (শোবাজাত) লোকজন মারহাবা ইয়া মুস্তফা স্লোগানে মুখরিত করে থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করুন * প্রত্যেক বিভাগের (শোবা) ২জন ইসলামী ভাই নিজ বিভাগের ব্যানার নিয়ে অগ্রভাগে চলুন এবং বিভাগের অবশিষ্ট ইসলামী ভাইয়েরা তাদের পিছনে পিছনে অবনত মস্তকে মাদানী পতাকা উড়িয়ে মুখে নাতে রাসূলের কলি সাজিয়ে খুবই ভাবগাম্ভীর্যের সাথে অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নামায পড়ার উপকারিতা ও না পড়ার ক্ষতি

    প্রিয় ইসলামী ভাইয়েরা, اَلْحَمْدُ لِلّٰه আমরা জশনে মিলাদুন্নবী উদযাপনকারীও সাথে সাথে নামাযীওনামায আমাদের আক্বা, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর চোখের শীতলতাসুতরাং নিয়মিত নামায আদায় করুন বিশেষত কাল মিলাদ শরীফ ও জুলুসে মিলাদের ব্যস্ততার মাঝেও নামাযের ওয়াক্তের দিকে বিশেষ খেয়াল রাখুন এমন যেনো না হয় যে মিলাদের খুশি উদযাপন করতে গিয়ে (مَعَاذَ الله) নামায কাযা হয়ে যায় * নামায হলো সর্বাগ্রে ফরয * নামায আঁধার কবরে প্রদীপ * নামায কবরের আযাব থেকে রক্ষা করে * নামায কিয়ামতের প্রখর রোদের বিপরীতে সুশীতল ছায়া * নামায পুলসিরাতের জন্য সস্তি * নামায জাহান্নামের আযাব হতে হেফাযত করে * নামাযের মাধ্যমে রহমত অবতীর্ণ হয় * নামাযের মাধ্যমে গুনাহ মাফ হয় * নামায দোয়া কবুলের মাধ্যম * নামায রোগ-ব্যধি হতে সুরক্ষা দেয় * নামাযের মাধ্যমে দেহে স্বস্তি মেলে * নামাযের মাধ্যমে রোজগারে