Book Name:Jisme Pak Ke Mojizat

অগ্রে কিংবা পশ্চাতে একইভাবে দেখেন

    প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, একদিন নবীয়ে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদেরকে যোহরের নামায পড়ালেনজামাতের শেষ কাতারে এক ব্যক্তি ছিলো, সে নামাযে কিছু ভুল করলো যখন নামায সম্পন্ন করে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সালাম ফিরালেন তারপর শেষ কাতারের সেই ব্যক্তিকে সম্বোধন করে বললেন, হে অমুক, তুমি কি আল্লাহ পাককে ভয় করো না? তুমি কি দেখছো না তুমি কীভাবে নামায পড়ছো?

    তারপর রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন, তোমরা কি মনে করো যে আমার নিকট তোমাদের কোনো আমল গোপন থাকে? আল্লাহ পাকের কসম, আমি পশ্চাতে তেমন দেখি, যেমন সামনে দেখতে পাই (মুসনাদে আহমদ, খণ্ড- , পৃষ্ঠা- ৬৬২, হাদীস- ১০০৪৯)

    سُبْحٰنَ الله! কেমন মহান দৃষ্টি! হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, এই হাদীস থেকে কিছু মাসআলা সাব্যস্ত হয়- () নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চোখ মুবারক দিয়ে সামনে-পিছনে, ডানে - বামে, অন্ধকার- আলোতে প্রত্যেকটি বস্তু দেখতেন () রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চোখ মুবারকের জন্য কোনো জিনিস অন্তরা কিংবা হিজাব (অর্থাৎ পর্দা) নয় * দেখুন, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমামতি করছেন এবং সেই ব্যক্তি শেষ কাতারে ছিলো, মাঝখানে আরো অনেক কাতার ছিলো তবুও রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পবিত্র দৃষ্টিতে তার প্রতিটি শব্দ পরিলক্ষিত য়েছেএবং এমনটা হওয়াই স্বাভাবিক * যেখানে হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام মাইল দূর থেকে পিঁপড়া দেখেছেন, তার আওয়াজও শুনেছেন * আসিফ বিন বারখিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সিরিয়ায় বসে রানি বিলকিসের ইয়েমেনি সিংহাসন দেখেছেন * ঈসা
عَلَیْہِ السَّلَام ঘরের অভ্যন্তরে আহার করা খাবার জমানো ফসল অবলোকন করেছেনএবং রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সায়্যিদুল আম্বিয়া (নবীগণের সর্দার) (তা চোখ মুবারক দূরের কাছের, প্রকাশ্য অপ্রকাশ্য বস্তুকে কেনো দেখবে না?)