Book Name:Jisme Pak Ke Mojizat

    প্রিয় ইসলামী ভাইয়েরা, এই হাদীসে পাক থেকে প্রথমত - চোগলখুরি পেশাবের ছিঁটা হতে বেঁচে না থাকার পরিণাম প্রতীয়মান হয় যে ব্যক্তি চোগলখুরি করে, ফাসাদ সৃষ্টি করার জন্য একজনের কথা অপরজনের কাছে বলে, এবং যে ব্যক্তি পেশাবের ছিটা থেকে বেঁচে থাকে না- এই দুই প্রকারের ব্যক্তিই মারাত্মক ক্ষতির মধ্যে রয়েছেএই বর্ণনা অনুযায়ী অধিকাংশ কবরের আযাব এই গুনাহগুলোর কারণে হয়

    অতএব, আমাদের উচিৎ এই দুইটি গুনাহ থেকে বেঁচে থাকা রঞ্চ মস্ত গুনাহ্‌ থেকে সর্বদা বেঁচে থাকা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক

 اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

    দ্বিতীয়ত- এই হাদীসে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দৃষ্টির শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে, কবরে মৃত ব্যক্তির সাথে কী হচ্ছে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সবকিছু অবলোকন করেছেন হলো প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দৃষ্টিশক্তির অনন্য মহিমা

অন্যান্য অঙ্গ মুবারকের মুজিযা

    হে আশিকানে রাসূল, আমাদের আক্বা ও মাওলা, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মাথা হতে পা অবধি মুজিযা। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর চুল মুবারক এমন অনুপম ও শ্রেষ্ঠত্বের অধিকারী, বহু শতাব্দী অতিবাহিত হয়ে গিয়েছে * اَلْحَمْدُ لِلّٰه অথচ তা সত্ত্বেও আজো দুনিয়াতে হাজারো আশিকানে রাসূলের কাছে সহি-সালামতে সংরক্ষিত রয়েছে * চুল মুবারকের বরকতে বিপদ - আপদ দূর হয় * নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর মুবারক হাতের কথা যদি বলতে হয়, তবে এ হচ্ছে ঐ মুবারক হাতদ্বয় যার বরকতে আরোগ্য লাভ হয় * হাত মুবারক যে বস্তুকে স্পর্শ করে, তাকে জীবন দান করে * একবার নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জীনগ্রস্ত ব্যক্তির উপর হাত মুবারক বুলিয়ে দিলেন, এতে সে ব্যক্তি আরোগ্য লাভ করে (মুসনাদে আহমদ, খণ্ড- ৯, পৃষ্ঠা- ৬৫১, হাদীস- ২৪৪৬৮) * হযরত ক্বাতাদা رَضِیَ اللهُ عَنْہُর চোখ বের হয়ে গিয়েছিলো, প্রিয় নবী, রাসূলে হাশিমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পবিত্র হাতে তাঁর অক্ষিগোলক আবার স্বস্থানে বসিয়ে দিলেন, তারপর তাঁর