Book Name:Jisme Pak Ke Mojizat

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

 

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    হে আশিকানে রাসূল, * আজ জশনে মিলাদের মহান অবিস্মরণীয় রাত * আজ সেই রাত যে রাতে নক্ষত্রগুলো পৃথিবীর দিকে ঝুঁকে পড়েছিলো * আজ সেই রাত যে রাতে ফেরেশতাদের দল পৃথিবীতে অবতরণ করেছিলো * আজ সেই রাত যে রাতে আসমান ও যমীনে শুধু আনন্দ এবং আনন্দ বিরাজ করছিলো * আজ সেই রাত যে রাতে কাবায়ে মুয়াযযামা অভিবাদন জানাতে ঝুঁকে পড়েছিলো * আজ সে রাত যে রাতে ফেরেশতাদের সর্দার হযরত জিবরীল আমীন عَلَیْہِ السَّلَام কাবা শরীফের ছাদে পতাকা উত্তোলন করেছিলেন * আজ তাঁ শুভাগমনের রাত যে রাতে প্রায় এক লক্ষ ২৪ হাজার আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام তাঁর আগমনের সুসংবাদ দিতে এসেছিলেন * আজ তা শুভাগমনের রাত যা আগমনের আনন্দ আর্‌্‌, ফার্‌্‌, আসমান ও যমীনে বিপুল উৎসাহে উদযাপিত হয়েছিলো * আজ তাশুভাগমনের রাত যিনি আল্লাহ পাকআল্লাহর বান্দাদের মাঝে সংযোগ স্থাপনের জন্য তাশরীফ এনেছেন * আজ তাশুভাগমনের রাত যিনি পথহারা মানুষকে সরল পথ দেখানোর জন্য তাশরীফ এনেছেন * আজ তা শুভাগমনের রাত যিনি অন্তরকে ঈমানের নুরে আলোকোজ্জ্বল করতে তাশরীফ এনেছেন *