Book Name:Jisme Pak Ke Mojizat

 

    আল্লামা মুহাম্মদ বিন হুসাইন আজুররী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, আল্লাহ পাক তা প্রিয় মাহবুব, রাসূলে হাশিমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দুনিয়া আখিরাতে যেসব শ্রেষ্ঠত্ব, গুণাবলী এবং মর্যাদা দান করেছেন, সেগুলোর ব্যাপারে অবগত না থাকাটা ম্মাতের জন্য অত্যন্ত মন্দ বিষয়

(কিতাবুশ শরীয়া লিল আজুররী, খণ্ড- , পৃষ্ঠা- ১৩৮৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

দেহ মুবারকের মুজিযা ও শ্রেষ্ঠত্ব

    প্রিয় ইসলামী ভাইয়েরা, সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان আদর্শ অনুসরণ করা এবং অন্তরে ইশকে রাসুল বাড়ানোর জন্য নবী করীম, রঊফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দেহ মুবারকের মুজিযা শ্রেষ্ঠত্বের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করুন-

 

আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন আপদমস্তক মুজিযা

    পারা- , সূরা নিসা, আয়াত- ১৭৪- আল্লাহ পাক ইরশাদ করেন,

 

یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَکُمۡ  بُرۡہَانٌ مِّنۡ رَّبِّکُمۡ

(পারা , সূরা নিসা, আয়াত ১৭৪)

কানযুল ঈমান থেকে অনুবাদ: হে মানবকূল, নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহ নিকট থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে

 

    মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, অত্যন্ত মজবুত দৃঢ় প্রমাণকে بُرْهَانٌ বলা হয় এই আয়াতে بُرْهَانٌ দ্বারা উদ্দেশ্য হলো আমাদের আক্বা মাওলা, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمঅর্থাৎ কুল কায়িনাতের সৃষ্টিকর্তা, মালিক হলেন একজন এবং তিনি হলেন এক সত্য খোদা- আল্লাহ পাকতো হে লোকেরা, রাসূলে রহমত, শফীয়ে উম্মত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই দাবির পক্ষে অত্যন্ত দৃঢ় শক্তিশালী প্রমাণস্বরূপ তোমাদের মঝে তাশরীফ এনেছেন

(তাফসীরে নঈমী, পারা- , সূরা নিসা, আয়াতের ব্যাখ্যা- ১৭৪, খণ্ড- , পৃষ্ঠা-১৪৪)