Book Name:Jisme Pak Ke Mojizat

নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দৃষ্টির অনন্য মুজিযা

    হে আশিকানে রাসূল, তো ছিলো ছয় দিকের (অর্থাৎ সামনে, পিছনে, ডানে, বামে, উপরে নিচে মিলিয়ে দিক) বিষয়ে ব্যাপার আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দৃষ্টিতে আল্লাহ পাক যে ক্ষমতা দান করেছেন, তা এর চাইতেও শ্রেষ্ঠ দেখুন, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ৬টি দিকে সমপরিমাণ দেখেন, এটাও বড় একটি বৈশিষ্ট্য কিন্তু চিন্তা করে দেখুন, এই দিকগুলো কোথায় আছে ? এই দুনিয়াতে, এই জগতেএই জগৎ ছাড়াও অন্য জগৎ আছেএই অন্য জগতে এই ৬টি দিকের অস্তিত্ব নেই বরং এগুলো একেবারে আলাদা জগৎ যেমন- লমে আরওয়াহ (রুহের জগৎ), লমে দুনিয়া (দৃশ্যমান জগৎ), লমে বারযাখ (কবরের জগৎ), লমে আখিরাত (পরকালের জগৎ)- এইভাবে হাজারো জগৎ রয়েছেআমরা এই জগতে ৬টি দিক তো দূরের কথা ২টি দিকও একইভাবে দেখতে পাই নাআমরা সামনে দেখলে পিছনে দেখি না পিছনে দেখলে সামনের বস্তু নজরে পড়ে নাযেখানে আমরা এক জগতে ৬টি দিকে সমানভাবে দেখতে পারি না তো এক জগতে থেকে অন্য জগত কীভাবে দেখতে পাবো? যারা এখনো রুহের জগতে রয়েছে, এখনো দুনিয়াতে আসেনি- তারা এই দুনিয়াকে দেখতে পায় না যারা দুনিয়াতে অবস্থান করছে তারা কবরের জগতকে দেখতে পায় না কিন্তু কুরবান হয়ে যান, আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এমন অনন্য দৃষ্টিশক্তি দান করেছেন, তা চোখ মুবারক এই জগতে থেকে অন্য জগতের বাসিন্দাদের দেখেন

 

    বুখারী শরীফের হাদীসে পাকে রয়েছে- একদিন মদীনার তাজ-দার, মাহবূবে পরোয়ারদেগার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কোথাও যাচ্ছিলেনপথিমধ্য ২টি কবর দেখতে পেয়ে বললেন, এই দুই কবরবাসীর উপর আযাব হচ্ছেএবং আযাব এমন গুনাহের কারণে হচ্ছে না যা থেকে বেঁচে থাকা কঠিন ছিলো এদের মধ্যে একজন পেশাবের ছিঁটা থেকে বেঁচে থাকতো না এবং অপরজন চোগলখোর ছিলো (বুখারী, পৃষ্ঠা- ১২৮, হাদীস- ২১৬)