Book Name:Safar e Meraj Aur Pyari Namaz

 

মেরাজের উপহারের মূল্যায়ন করুন!

            প্রিয় ইসলামী ভাইয়েরা! যুগ যুগ ধরে ঐতিহ্য যে, মানুষ উপহারের মূল্যায়ন করে থাকে, বিশেষকরে যখন উপহারটি কোন মহান মনিষী থেকে প্রাপ্ত হয়, তখন তা যত্ন সহকারে সংরক্ষণ করা হয় এবং নিজের সৌভাগ্যের জন্য গর্ব করে থাকে। পক্ষান্তরে যারা উপহারের মূল্যায়ন করে না বা উপহারদাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, তবে তাদেরকে সমাজে ভালো চোখে দেখা হয় না। আমি যেই উপহারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি তা সৃষ্টির উপহার নয় বরং সৃষ্টিজগতের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের প্রদত্ত উপহার, যা মেরাজ রজনীতে প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মাধ্যমে মুসলমানদের প্রদান করা হয়েছে, এই উপহারকে প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর চোখের শীতলতা ঘোষণা করেছেন।

 

            এখন আমাদের ভাবতে হবে যে, আমরা এই মেরাজের উপহারকে কতটা মূল্যায়ন করছি। আফসোস! বর্তমানে নামাযের কোন চিন্তাই নেই, মুসলমানদের অধিকাংশরাই নামায থেকে অনেক দূরে আর যারা নামায পড়ে, তাদের মধ্যেও অনেকে এমন রয়েছে, যারা কখনো পড়ে, কখনো পড়েনা বা দু-তিন বা চার ওয়াক্ত পড়ে নেয়, পাঁচ ওয়াক্ত সম্পূর্ণ পড়েনা, যারা পাঁচ ওয়াক্ত সম্পূর্ণ পড়ে, তাদের মধ্যেও এমন অনেকে রয়েছে যারা জামাআত বর্জন করে, মসজিদে জামাআত সহকারে নামায আদায় করে না। আহ! আমাদের যেনো এই মেরাজের উপহারের মূল্যায়ন করা নসীব হয়ে যায়।

 

 

 

 

শবে মেরাজে আযাব দেখেছেন

            বর্ণনায় রয়েছে: মেরাজের দুলহা, মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মেরাজের রাতে এমন লোকদের নিকট তাশরীফ নিয়ে গেছেন যাদের মাথা পাথর দিয়ে পিষ্ঠ করা হচ্ছিলো, যখনই তা পিষ্ঠ করে নেয়া হতো, তা আবারো পূর্বের মতো ঠিক হয়ে যেতো এবং এই ধারাবাহিকতা এভাবেই অব্যহত ছিলো, তখন রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জিজ্ঞাসা করলেন: হে জিব্রাইল! ইনি কে? আরয করলেন: এরা ঐ সকল লোক, যাদের মাথা নামায পড়ার কারণে ভারী হয়ে যেতো (অর্থাৎ ফরয নামায বর্জন করতো)। (মুসনাদে বাযযার, ১৭/৫, হাদীস: ৯৫১৮)

            প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি মাথায় সামান্য আঘাত লেগে যায় তবে বান্দা যন্ত্রণায় ছটফট করে, তো مَعَاذَ الله নামায কাযা করা অবস্থায় যদি তার স্পর্শকাতর মাথা ফেরেশতারা পাথর দ্বারা পিষ্ঠ করা শুরু করে দেয় তবে তার কী অবস্থা হবে! আহ! আহ! আহ! সকল মুসলমান যেনো পাক্কা নামাযী হয়ে যায়।

 

মাথা পিষ্ঠ করার শাস্তি

            ফজরের নামাযে ঘুমন্তরা, নামাযের সময় ঘুমিয়ে কাটানোর ভয়ংকর শাস্তির ধরণ শ্রবণ করুন এবং তাওবা করুন। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরামকে عَلَیْہِمُ الرِّضْوَان ইরশাদ করলেন: আজ