Book Name:Safar e Meraj Aur Pyari Namaz

(তাফসীরে রুহুল মাআনী, ১৫তম পারা, সূরা বনী ইসরাঈল, ১ নং আয়াতের পাদটিকা, ১৫তম অধ্যায়, ৮/১৮)

 

(১২) দ্বাদশ নামাযের স্থান: বাইতুল মামুর

            প্রিয় ইসলামী ভাইয়েরা! ১২তম স্থান যেখানে নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নামায আদায় করেছেন, তা হলো বায়তুল মামুর। যেমন আমাদের কিবলা কাবা শরীফ, তেমনি কাবা শরীফের একেবারে সোজা আসমানে রয়েছে বাইতুল মামুর, এখানে ফেরেশতারা নামায আদায় করে। প্রসিদ্ধ মুফাসসির, হাকীমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মিরাতুল মানাজিহ কিতাবে লিখেন: বায়তুল মামুর, যা ফেরেশতাদের কিবলা, কিছু কিছু বর্ণনা অনুযায়ী যেভাবে প্রিয় নবী, ইমামুল আম্বিয়া صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বায়তুল মুকদ্দাসে আম্বিয়ায়ে কিরামদের عَلَیْهِمُ السَّلَام নামায পড়িয়েছিলেন, তেমনি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বাইতুল মামুরে ফেরেশতাদেরও ইমামতি করেন। (মিরাতুল মানাজিহ, ৮/১৪৪)

            প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কী মহিমা যে, বাইতুল মুকাদ্দাসে সমস্ত রাসূলদের নামায পড়িয়েছেন আর বাইতুল মামুরে সমস্ত ফেরেশতাদের ইমামতি করেন, আল্লাহ পাক তাঁকে শুধুমাত্র নবীদের ইমাম বানাননি বরং তিনি ফেরেশতাদেরও ইমাম। (মিরাতুল মানাজিহ, ১/৩৭২)

 

উম্মতে মুহাম্মদীও সৌভাগ্য লাভ করলো

            প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন বায়তুল মামুরে নামায আদায় করেন, সেখানে আমরা গুনাহগারদের উপরও মহান দয়া হয়েছে; যেমনটি সাহাবীয়ে রাসূল হযরত আবু সাঈদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, ইমামুল আম্বিয়া ও ইমামুল মালায়িকা, মাহবুবে খোদা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমি যখন সপ্তম আসমানে পৌঁছালাম, তখন আমার সমানে আমার উম্মতকে উপস্থাপন করা হলো, আমার উম্মতের মধ্যে দুই প্রকারের লোক ছিলো: (১) এক প্রকার, যাদের পোশাক সাদা ছিলো (২) দ্বিতীয় প্রকার, যাদের কাপড় নোংরা ছিলো, অতএব আমি বায়তুল মামুরে প্রবেশ করলাম, আমার সাদা পোশাক পরিহিত আমার উম্মতরাও আমার সাথে বায়তুল মামুরে গেলো, অতঃপর আমি এবং আমার সমস্ত মুসলমান উম্মত বায়তুল মামুরে নামায আদায় করলাম। (মুসনাদুল হারীস, কিতাবুল ঈমান, ১৭৪ পৃষ্ঠা, হাদীস: ২৭)

            سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! অনুমান করুন! আমাদের আক্বা ও মাওলা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আমাদের প্রতি কত বড় অনুগ্রহ, আমরা এবং আমাদের পূর্ববর্তীরা ও কিয়ামত পর্যন্ত আগত মুসলমানরা তখন আলমে আরওয়াহে (রূহের জগতে) ছিলো, সবাই নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে উপস্থিত হলো, সকলেরই তাঁর ইক্তিদায় তাও ফেরেশতাদের কিবলা বায়তুল মামুরে নামায আদায় করার সৌভাগ্য নসীব হলো, 'লা হযরত, ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই জামাআতের দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলেন: কিছু লোক প্রথম সারিতে ছিলো, কিছু দ্বিতীয় সারিতে, কিছু তৃতীয় সারিতে আ রকিছু ঐ সারিতে ছিলো যা বাইতুল মামুরের বাইরে ছিলো, প্রত্যেকেই আপন পদমর্যাদা অনুসারে ছিলো, মুক্তাদীদের মধ্যে কিছু লোকের কাপড় সাদা ছিলো আর কিছু