Book Name:Safar e Meraj Aur Pyari Namaz

            দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে কারণ চাক্ষুষ (অর্থাৎ স্বচক্ষে অবলোকেনকারী) সাক্ষী আগমন করেছে।

(নুরুল ইরফান, পারা ১৫, সূরা বনী ইসরাঈল, ১ নং আয়াতের পাদটীকা, ৩৩৯ পৃষ্ঠা)

 

মেরাজের সফর এবং প্রিয় নামায

            প্রিয় ইসলামী ভাইয়েরা! মেরাজ শরীফ একটি মহিমান্বিত মুজিযা এবং নামায হলো সর্বোৎকৃষ্ট ইবাদত। যদি আমরা একটু ভাবি তবে জানতে পারবো যে, মেরাজ শরীফ ও নামাযের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মক্কা শরীফ থেকে যাত্রা করলেন, বাইতুল মুকাদ্দাস, অতঃপর সপ্ত আসমান, এরপর সিদরাতুল মুনতাহা, অতঃপর লা-মকান, এরপর সেখান থেকে পুনরায় মক্কা মুকাররমায় ফিরে আসা, এই সম্পূর্ণ সফরে জায়গায় জায়গায় নামায দেখা যায়। সম্পূর্ণ মেরাজের সফরে প্রায় ১২টি স্থান রয়েছে যেখানে মেরাজের দুলহা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নামায আদায় করেছেন।

 

(১) প্রথম নামাযের স্থান: মদীনায়ে তায়্যিবা

            সাহাবীয়ে রাসূল হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: যখন নবীদের সর্দার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মেরাজের সমফরের উদ্দেশ্যে রওয়ানা হন, তখন পথিমধ্যে এক জায়গায় পৌঁছে হযরত জিব্রাঈল আমীন عَلَیْہِ السَّلَام আরয করলেন: (ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এখানে নেমে নামায আদায় করুন! তিনি নামায আদায় করলেন। হযরত জিব্রাঈল আমীন عَلَیْہِ السَّلَام আরয করলেন: আপনি কি জানেন যে, আপনি কোথায় নামায পড়েছেন? (অতঃপর নিজেই আরয করলেন) আপনি তায়্যিবায় (অর্থাৎ মদীনা শরীফ) নামায আদায় করেছেন, সেদিকেই হিজরত করবেন।

 

(২) দ্বিতীয় নামাযের স্থান: তুরে সীনা

            অতঃপর আরো এক স্থানে হযরত জিব্রাঈল আমীন عَلَیْہِ السَّلَام তাঁকে নেমে নামায আদায় করতে আরয করেন। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নামায আদায় করলেন। হযরত জিব্রাঈল আমীন عَلَیْہِ السَّلَام আরয করলেন: আপনি এখন আপনি তুরে সীনায় নামায পড়েছেন, যেখানে আল্লাহ পাক হযরত মুসা عَلَیْہِ السَّلَام কে কথোপকথনের সৌভাগ্য দান করেছিলেন।

 

(৩) তৃতীয় নামাযের স্থান: বাইতে লাহম

            অতঃপর আরেকটি স্থানে হযরত জিব্রাঈল আমীন عَلَیْہِ السَّلَام তাঁকে নেমে নামায পড়ার জন্য আরয করলেন, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নামায আদায় করলেন। এরপর হযরত জিব্রাঈল আমীন عَلَیْہِ السَّلَام আরয করলেন: এখন আপনি বাইতে লাহমে নামায পড়েছেন, যেখানে হযরত ঈসা
عَلَیْہِ السَّلَام এর জন্ম হয়েছিলো। (নাসায়ি, কিতাবুস সালাত, ৮১ পৃষ্ঠা, হাদীস: ৪৪৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد