Book Name:Safar e Meraj Aur Pyari Namaz

লোকের ময়লা। সাদা পোশাকধারী লোকেরা নেককার লোক আর ময়লা পোশাকধারী হলাম আমরা গুনাহগারেরা।

(মালফুযাতে আলা হযরত, ৪৮৭ পৃষ্ঠা)

 

নামায হলো মেরাজের উপহার

            প্রিয় ইসলামী ভাইয়েরা! মেরাজের দুলহা, ইমামুল আম্বিয়া, মুহাম্মদ মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মেরাজ রজনীতে যখন আপন দয়ালূ প্রতিপালকে দরবারে উপস্থিত হলেন, কপালের চোখে আল্লাহ পাকের দীদারে দ্বারা ধন্য হলেন, তখন প্রিয়তম ও প্রেমাষ্পদ (অর্থাৎ আল্লাহ পাক ও তাঁর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর মাঝে কী কী গোপন কথা হয়েছিলো, সে ব্যাপারে তা কেউ জানে না, তবে আল্লাহ পাক সেই রাতে আপন প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে বিভিন্ন উপহার প্রদান করেন। তন্মধ্যে ৩টি উপহার হলো: (১) সূরা বাকারার শেষ আয়াত (২) পাঁচ ওয়াক্ত নামায এবং (৩) শিরক ও কুফর থেকে বেঁচে থাকা উম্মতের ক্ষমা।

(দরদেইর, ২৫ পৃষ্ঠা)

            আল্লামা নূরুদ্দীন হালবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: গোপন ও প্রয়োজনের কথোপকথনের পর আল্লাহ পাক ইরশাদ করেন: اَيْنَ حَاجَةٌ جِبْرِيْل؟ অর্থাৎ হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام এর চাহিদা (যা তিনি সিদরাতুল মুনতাহায় বলেছিলেন) তা কোথায়? প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আরয করলেন: হে দয়ালূ আল্লাহ! তুমি তা ভালোভাবেই জানো। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন: হে মাহবুব! আমি জিব্রাইলের আবেদন কবুল করলাম (তাঁকে পুলসিরাতে আপনার উম্মতের জন্য ডানা বিছানোর অনুমতি দেয়া হবে) কিন্তু মনে রাখবেন! আপনার উম্মতের মধ্যে এই অনুগ্রহ কেবল তারই হবে, যে আপনাকে ভালোবাসবে এবং আপনার আনুগত্য করবে। (সিরাতে হালবীয়া, ৫৬৭ পৃষ্ঠা)

            الله!الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহর রহমত এবং তাঁর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুগ্রহের ব্যাপারে ভাবুন তো! মেরাজের রাত, আল্লাহ পাকের রাসূল, রাসূলে মকবুল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের দরবারে উপস্থিত, প্রিয়তম ও প্রেমাস্পদের মাঝে তৃতীয় কেউ নেই, মেরাজের উপহার প্রদান করা হচ্ছে এবং কী উপহার প্রদান করা হয়েছে; উম্মতের ক্ষমা প্রদান করা হলো, জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام পুলসিরাতে উম্মতে মুস্তফার জন্য ডানা বিছানোর আবেদন করেছিলেন, তা কবুল করা হলো, সূরা বাকারার শেষ আয়াতগুলি উপহার হিসাবে প্রদান করা হলো এবং আমরা গুনাহদের জন্য মেরাজের উপহার অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামায প্রদান করা হয়েছে। سُبْحٰنَ الله!

 

উম্মতে মুস্তাফার প্রতি মূসা عَلَیْہِ السَّلَام এর সহানুভূতি

            হে আশিকানে রাসূল! নামায হলো মেরাজের উপহার আর কতটা ঈমানোদ্দীপক বিষয় যে, প্রথমে ৫০ ওয়াক্ত নামায ফরয হয়েছিলো অতঃপর আমরা গুনাহগারদের সুবিধার জন্য তা ৫০ থেকে কমিয়ে ৫ ওয়াক্ত করা হলো। খুবই প্রসিদ্ধ বর্ণনা যে, আল্লাহর সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মেরাজ রজনীতে আল্লাহ পাক আমার উপর দিনে ও রাতে ৫০ ওয়াক্ত নামায ফরয