Book Name:Safar e Meraj Aur Pyari Namaz

নিদর্শনসমূহ দেখা এবং আল্লাহ পাকের দীদারের ক্ষমতা একমাত্র তাঁরই রয়েছে, তাই মেরাজ তাঁকেই করানো হয়েছে।

(নুরুল ইরফান, পারা: ১৫, সূরা: বনী ইসরাঈল, ১নং আয়াতের পাদটীকা, ৩৩৯ পৃষ্ঠা)

 

মেরাজের সফর খতমে নবুওয়তের দলীল

            হে আশিকানে রাসূল! মেরাজের সফল আমাদের নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর শেষ নবী হওয়ার দলীল। জী হ্যাঁ! আল্লাহ পাক ইরশাদ করেন:

لِنُرِیَہٗ مِنْ اٰیٰتِنَا ؕ

(পারা ১৫, সূরা বনী ইসরাঈল, আয়াত ১)              কানযুল ঈমান থেকে অনুবাদ: যাতে আমি তাঁকে মহান নিদর্শনসমূহ দেখাই।

 

            উক্ত আয়াতের আলোকে মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: অর্থাৎ স্বীয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আসমান ও লা-মকানে ডেকে নিয়ে গিয়ে ঐ নিদর্শনসমূহ দেখিয়েছেন, যা অন্যান্য সকল নবী ও রাসূলগণ কেবল শুনেছিলেন, যেমন: আল্লাহর সত্তা, আরশ ও কুরসী, লৌহ ও কলম, জান্নাত ও জাহান্নাম ইত্যাদি (এই সকল নিদর্শনসমূহ অন্যান্য নবী ও রাসূলগণ অহীর মাধ্যমে শুনেছিলেন, অতএব অন্যান্যরা যা শুনেছেন আল্লাহ পাক তাঁর প্রিয়তম নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সবকিছু দেখিয়ে দিয়েছেন, কেন দেখালেন) যাতে অন্যান্য আম্বয়িায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এ পর্যন্ত যেই বিষয়সমূহের সাক্ষ্য অহীর মাধ্যমে শুনে দিয়েছিলেন, এখন সকল নবীদের সর্দার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাক্ষ্য শুনে নয় বরং স্বচক্ষে দেখা হয়ে যায়। আল্লাহ পাক ইরশাদ করেন:

 

اِنَّاۤ  اَرْسَلْنٰکَ شَاھِدًا
وَّ مُبَشِّرًا وَّ  نَذِیْرًا (ۙ۴۵)

(পারা ২২, সূরা আহযাব, আয়াত ৪৫)           কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি ‘উপস্থিত’ ‘পর্যবেক্ষণকারী’ (হাযির-নাযির) করে, সুসংবাদদাতা এবং সতর্ককারীরূপে।

 

            سُبْحٰنَ الله! জানা গেলো; অন্যান্য সকল নবী সংবাদদাতা (অর্থাৎ অহীর মাধ্যমে শুনে বক্তা) ছিলেন, আর আমাদের আক্বা ও মাওলা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বচক্ষে দেখে সাক্ষ্য প্রদানকারী। মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরো বলেন: চাক্ষুষ সাক্ষীর পর অন্য কোন সাক্ষীর প্রয়োজন পড়ে না, এজন্য এখন আর কেউ নবী হতে পারবে না, আল্লাহ পাক ইরশাদ করেন:

اَلْیَوْمَ اَکْمَلْتُ لَکُمْ دِیْنَکُمْ

(পারা ৬, সূরা মায়েদা, আয়াত ৩)                          কানযুল ঈমান থেকে অনুবাদ: আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।