Book Name:Safar e Meraj Aur Pyari Namaz

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আজকের মহিমান্বিত রজনী

            হে আশিকানে রাসূল! আজ সেই মহিমান্বিত রজনী যে, আজ থেকে শত শত বছর পূর্বে এই রজনীতে  * জমিন ও আসমানকে সুসজ্জিত করা হয়েছিলো * তারকারাজি পৃথিবীর দিকে ঝুঁকেছিলো * সর্বত্র ধুমধাম ছিলো * জান্নাত সাজানো হচ্ছিলো * পরিবেশ সুবাসিত ছিলো
* চারিদিকে খুশিই খুশি বইছিলো * কলিরা ফুটছিলো * ফুল সুবাস ছড়াচ্ছিলো * সর্বত্র বসন্ত এসেছিলো * চারদিকে নূর ও তাজাল্লি বর্ষণ হচ্ছিলো। আর মজার ব্যাপার হলো যে, যার জন্য এই সমস্ত আয়োজন চলছিলো, সেই মাহবুবে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর চাচাতো বোন হযরত উম্মে হানি رَضِیَ اللهُ عَنْہَا এর ঘরে প্রশান্তির বিশ্রাম নিচ্ছিলেন।

 

            হে আশিকানে রাসূল! * আজ পবিত্র মেরাজের রজনী * আজকের রজনীতে ফেরেশতাদের সর্দার হযরত জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন এবং মেরাজের সুসংবাদ শুনালেন * আজ রাতে মেরাজের দুলহা, ইমামুল আম্বিয়া صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মসজিদে আকসায় সকল নবী ও রাসূলদের ইমামতি করেন *  আজ রাতেই আল্লাহ পাক তাঁর প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আসমানের পরিভ্রমণ করান * জান্নাত ও দোযখ দেখান * আরশে আমন্ত্রণ জানান এবং আজ রাতেই আল্লাহ পাক তাঁর সবচেয়ে প্রিয় নবী, মুহাম্মদ আরাবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আপন দীদার দ্বারা ধন্য করেন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মেরাজের ঘটনার সারাংশ

            হে আশিকানে রাসূল! মেরাজ হলো আমাদের আক্বা ও মাওলা, মুহাম্মদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি মহান এবং অনন্য মুজিযা, আমাদের প্রিয় নবী, মুহাম্মদে আরাবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মক্কা মুকাররমায় তাঁর চাচাতো বোন হযরত উম্মে হানী رَضِیَ اللهُ عَنْہَا এর ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ ঘরের ছাদ উন্মোচিত হলো, ফেরেশতাদের সর্দার হযরত জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام উপস্থিত হলেন, আল্লাহ পাকের বার্তা শুনালেন, মেরাজের সুসংবাদ শুনালেন, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বুরাকে আরোহন করলেন, মসজিদে আক্বসায় আগমন করেন, এখানে আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এর ইমামতি করেন, অতঃপর আসমানের দিকে যাত্রা করেন, সাত আসমানের উপর সিদরাতুল মুনতাহায় তাশরীফ নিয়ে গেলেন, অতঃপর সিদরাতুল মুনতাহা থেকে লা-মকানে পৌঁছান, সম্পূর্ণ জাগ্রতাবস্থায় কপালের চোখ দিয়ে আল্লাহ পাকের দীদার করেন, এতো হাজারো লাখো কিলোমিটার ভ্রমণ করে ফিরেও আসেন অথচ তখনো রাতের কিছু অংশ অতিবাহিত হয়েছিলো, ওলামায়ে কিরাম বলেন: যখন হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পুনরায় ফিরে আসেন, বিছানা তখনও উষ্ণ ছিলো এবং দরজার শিকলও নড়ছিলো। (আনওয়ারে জামালে মুস্তফা, ২৭৭ পৃষ্ঠা)