Book Name:Safar e Meraj Aur Pyari Namaz

বরকতময় স্থানে নামায পড়া

সাহাবায়ে কিরামের রীতি ছিলো

            প্রিয় ইসলামী ভাইয়েরা! মেরাজের সফরে রাসূলে খোদা, আহমদ মুজতাবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বিভিন্ন স্থানে নামায আদায় করেছেন, তন্মধ্যে ৩টি স্থানের আলোচনা আমরা শুনেছি: (১) মদীনা তায়্যিবা (২) তূরে সীনা (৩) বাইতে লাহম। এই তিনটি স্থান কোনটি? মদীনা তায়্যিবা; ঐ বরকতময় শহর, যেখানে প্রিয় নবী, রাসলে আরাবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হিজরত করে তাশরীফ নিয়ে যান, যেই গলিসমূহে তাঁর বরকতময় কদম লেগেছে, যেখানে আজও তাঁর রওযায়ে আনওয়ার নূর বিচ্ছুরণ করছে। অনুরূপভাবে তূরে সীনা; ঐ স্থান, যেখানে হযরত মুসা عَلَیْہِ السَّلَام এর প্রতি অহী অবতীর্ণ হয়েছে, যেখানে আল্লাহ পাক হযরত মুসা عَلَیْہِ السَّلَام এর জন্য আপন তাজাল্লী অবতীর্ণ করেছেন এবং তৃতীয় স্থান: বাইতুল লাহম; ঐ স্থান, যেখানে আল্লাহ পাকের নবী হযরত ঈসা عَلَیْہِ السَّلَام জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ এই  তিনটিই হলো বরকতময় স্থান, মেরাজের দুলহা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মেরাজ রজনীতে এই তিনটি স্থানে নামায আদায় করেছেন, এ থেকে জানা গেলো; বরকতময় স্থানে যাওয়া, সেখানে ইবাদত করা ১০০ভাগ সঠিক এবং اِنْ شَآءَ الله বরকতের উৎসও বটে।

 

সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان একটি মুবারক অভ্যাস

            اَلْحَمْدُ لِلّٰه বরকতময় স্থানে যাওয়া, সেখানে ইবাদত করা সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর অভ্যাস ছিলো, সেই মুবারক স্থান যেখানে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক কদম লেগেছিলো, সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان সে সমস্ত স্থান সন্ধান করতেন এবং সেখানে ইবাদত করতেন। যেমনটি (১) হযরত উতবান বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ যিনি আনসারী ও বদরী সাহাবী ছিলেন, তাঁর দৃষ্টিশক্তি কমে গেলো, অতএব তিনি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট আবেদন করলেন যে, ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি আমার ঘরে তাশরীফ নিয়ে আসুন এবং সেখানে নামায আদায় করে সৌভাগ্যমন্ডিত করুন! যাতে আমি এই স্থানটিকে আমার জন্য নামাযের স্থান বানাতে পারি। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর অবেদন কবুল করলেন। (বুখারী, কিতাবুস সালাত, ১৭৭-১৭৮ পৃষ্ঠা, হাদীস: ৪২৫) (২) সাহাবী ইবনে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا যখন কাবায় প্রবেশ করতেন তখন কাবা শরীফের সেই জায়গায় নামায আদায় করতেন, যেখানে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নামায আদায় করেছিলেন।

(বুখারী, কিতাবুস সালাত, ১৯৫ পৃষ্ঠা, হাদীস: ৫০৬)

            আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان এই বরকতময় অভ্যাসের অনুসরন করার এবং তা পালন করার তাওফীক দান করো। اٰمین بِجاہِ خاتَمِ النَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

(৪) চতুর্থ নামাযের স্থান: মসজিদে আক্বসা

            হে আশিকানে রাসূল! মেরাজের সফরে প্রিয় নবী, মক্কী মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রায় ১২টি স্থানে নামায আদায় করেছেন, তন্মধ্যে চতুর্থ স্থানটি হলো মসজিদে আক্বসা। মসজিদে আক্বসা বর্তমানে