Book Name:Safar e Meraj Aur Pyari Namaz

নামাযী হয়ে যান!

            হে আশিকানে রাসূল! আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের নামাযী বানিয়ে দাও! আজ মেরাজের রাত, আজ রাতে এরূপ দৃঢ় নিয়্যত করুন যে, আজকের পর আমার কোন নামায কাযা হবে না! জামাআতও বর্জন হবে না! পাঁচ ওয়াক্ত নামায নিয়মিত মসজিদে তাকবীরে উলার সাথে আদায় করবো! জীবনে যে নামায ছুটে গেছে, তাও হিসেব করে আজ থেকেই কাযা করা শুরু করবো। اِنْ شَآءَ الله 

কাযা নামাযের পদ্ধতি পুস্তিকার পরিচিতি

            কাযা নামায আদায় করার পদ্ধতি কি? কাযা নামাযের শরয়ী আহকাম মাসআলা কি? ব্যাপারে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর একটি খুবই উপকারী পুস্তিকা হলো: কাযা নামাযের পদ্ধতি। এই পুস্তিকায় কাযা নামাযের পদ্ধতির পাশাপাশি কাযা নামায কোন সময় আদায় করবে? ওমরী কাযা কাকে বলে? এবং কাযা নামাযের ব্যাপারে উপকারী তথ্য রয়েছে। আজই মাকতাবাতুল মদীনা থেকে এই পুস্তিকাটি সংগ্রহ করুন এবং তা অধ্যয়ন করুন! আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জ্ঞান শেখার ও এর উপর আমল করার তৌফিক দান করো।

اٰمین بِجاہِ خاتَمِ النَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

নামায শিখে নিন!

            প্রিয় ইসলামী ভাইয়েরা! নামায পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, এতে মোটেও অলসতা করা যাবে না, কিন্তু মনে রাখবেন! নামায শিখতেও হবে, সম্ভবত পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ কাজ এমন নেই, যা না শিখে করা হয়, প্রত্যেক কাজের প্রশিক্ষণ নিতে হয়, তারপর করা হয়, এমনকি আমরা ছোটবেলায় সাইকেল চালানো শিখেছি, তারপর চালানো শুরু করেছি। কিন্তু আফসোস! এমন অনেকে রয়েছে, যারা নামায শিখেনি, ব্যস দেখে দেখেই পড়া শুরু করেছে এবং আজ পর্যন্ত এভাবেই পড়ছে।

            মনে রাখবেন! নামাযের ব্যাপারে প্রয়োজনীয় আহকাম ও মাসআলা শেখা প্রত্যেক মুসলমানের উপর ফরয। অতএব যে সকল ইসলামী ভাইয়েরা এখনো যথারীতি নামায শেখেননি, তারা প্রথম সুযোগেই নামাযের প্রয়োজনীয় আহকাম ও মাসআলা শিখে নিন! اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী হলো মসজিদ ভরো সংগঠন, দাওয়াতে ইসলামী আমাদেরকে অযু, গোসল, নামায এবং দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও শেখায় এবং এর উপর আমল করতেও শেখায়। নামায শেখার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান! * আশিকানে রাসূলের সাথে মাদানী কাফেলায় সফর করুন! * প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনায় ভর্তি হয়ে যান! * ফরজ উলুম কোর্স করে নিন! * অথবা কমপক্ষে ৭ দিনের ফয়যানে নামায কোর্স করে নিন। اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর বিভাগ: মাদানী কোর্সের অধীনে নামাযের সঠিক পদ্ধতি শেখানোর জন্য মাঝে মাঝে আন্তর্জাতিক মাদানী মারকায ফয়যানে মদীনা বাবুল মদীনাসহ বিভিন্ন স্থানে ৭ দিনের ফয়যানে নামায কোর্স করানো হয়, এছাড়াও মুসলিম উম্মাহর সুবিধার্থে দাওয়াতে ইসলামীর বিভাগ ফয়যান অনলাইন একাডেমীর অধীনে ফয়যানে নামায কোর্স অনলাইনও করানো হয়। এই কোর্সে ভর্তি হয়ে যান! اِنْ شَآءَ الله ইলমে দ্বীনের ভান্ডার নসিব হবে * প্রতিদিন কমপক্ষে ২টি দরস দেয়ার নিয়্যত সহকারে ফয়যানে নামায