Book Name:Asmani Kitabon Mein Naat e Mustafa
উম্মতকে জাহান্নাম থেকে রক্ষাকারী
* পূর্ববর্তী আসমানী কিতাবের মধ্যে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি নাম ছিলো: اَجِیْر (অর্থাৎ উম্মতকে জাহান্নাম থেকে রক্ষাকারী) * তাওরাত শরীফে তাঁর আরেকটি নাম ছিলো: اُحِیْدُ এটারও একই অর্থ: উম্মতদেরকে জাহান্নাম থেকে রক্ষাকারী। (হুজ্জাতুল্লাহি আলা আলামিন, ৮৭ পৃ:)
سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা থেকে শাফায়াতের আকিদা প্রতীয়মান হলো। আল্লাহ পাক কুরআনে করীমে বলেন:
وَ لَسَوْفَ یُعْطِیْکَ رَبُّکَ فَتَرْضٰی
(পারা: ৩০, সূরা দ্বোহা, আয়াত: ৫) কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং নিশ্চয় অচিরে আপনার প্রতিপালক আপনাকে এ পরিমাণ দিবেন যে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।
মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুরতাদ্বা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যখন এই আয়াতটি অবতীর্ণ হলো তখন শাফায়াতকারী নবী, উম্মতদের ক্ষমা প্রদানকারী নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: إذًا لَا أَرْضٰی وَوَاحِدٌ مِنْ أُمَّتِيْ فِي النَّار অর্থাৎ যদি বিষয় এমন হয় তাহলে আমার একজন উম্মতও দোযখে থাকাবস্থায় আমি সন্তুষ্ট হবো না।
(তাফসীরে কবীর, পারা: ৩০, সূরা দ্বোহা, আয়াতের পাদটীকা: ৫, ১১/১৯৪ পৃ:)
মুসনদে ইমাম আহমদের রেওয়াতে রয়েছে, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: أَشْفَعَ يَوْمَ الْقِيَامَةِ عَدَدَ مَا عَلَى الْأَرْضِ مِنْ شَجَرَةٍ، وَمَدَرَة অর্থাৎ যমিনের উপর যতো পরিমাণ গাছপালা রয়েছে, কিয়ামতের দিন আমি তার চেয়েও বেশি লোকের শাফায়াত করবো। (মুসনদে ইমাম আহমদ, ৯/৪০০, হাদীস: ২৩৫৮৯)
তাওরাত ও ইঞ্জিল শরীফে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি নাম মুবারক রয়েছে: (১): اَخْرَابَا (অর্থাৎ প্রথম নবী) (২): قَدْمَابَا (অর্থাৎ শেষ নবী)। হযরত মুসআব বিন সা’দ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: হযরত কা’বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ বলেন: কিয়ামতের দিন সর্বপ্রথম আখেরী নবী, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জান্নাতের দরজা খুলবেন। অতঃপর এর দলিলে তিনি তাওরাতের আয়াত পাঠ করলেন, যেটাতে ছিলো: اَخْرَابَا قَدْمَابَا। হযরত কা’ব رَضِیَ اللهُ عَنْہُ বলেন: اَخْرَابَا এর অর্থ হলো: প্রথম। قَدْمَابَا এর অর্থ হলো: শেষ। (সুবুলুল হুদা ওয়ার রাশাদ, ১/৪২৫) অর্থাৎ আমাদের নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রথম নবীও এবং শেষ নবীও।