Book Name:Asmani Kitabon Mein Naat e Mustafa
হয়ে গেলো, ইনি কে? তখন উত্তর আসলো: مُحَمَّدُ بْنُ عَبْدِ الله অর্থাৎ ইনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم।
যখন এই দুই ব্যক্তি বসে পরস্পর কথা বলছিলো, অর্থাৎ একজন স্বপ্নের কথা বলছিলো, অন্যজন শুনছিলো মহান তাবেয়ী বুযুর্গ হযরত কা’বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ (যিনি তাওরাত শরীফের বড় আলিম ছিলেন), (তার) কানে এসব কথা গেলো তখন তিনি বললেন: তুমি এসব কি বলছো (অর্থাৎ তুমি যেসব কথা বলতেছে তা কোথা থেকে পড়েছো, শুনেছো)? স্বপ্ন বর্ণনাকারী বললো: না...! এসব কথা কোথাও পড়েছি বা শুনেছি এমন নয় বরং এসব তো আমি রাতে স্বপ্নে দেখেছিলাম, তা বর্ণনা করছি। এটা শুনে হযরত কা’বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ বললেন: وَ الَّذِیْ بَعَثَ مُحَمَّدًا بِالْحَقِّ اِنَّہَا لَفِیْ کِتَابِ اللهِ অর্থাৎ সেই প্রতিপালকের শপথ! যিনি মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন! তুমি তো এই স্বপ্নটি দেখেছো কিন্তু আমি একদম এই কথাগুলোই আল্লাহ পাকের অবতীর্ণ হওয়া পূর্ববর্তী কিতাবসমূহে পড়েছি। (সুবুলুল হুদা ওয়ার রাশাদ, ১০/৩৮৫ পৃ:)
سُبْحَانَ الله! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কেমন শান, এ থেকে প্রতীয়মান হলো; আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নূরও, নূরওয়ালাও, আর হযরত কা’বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ এর ব্যাখ্যা অনুযায়ী পূর্ববর্তী আসমানী কিতাবসমূহের মধ্যে এটাই লিখা ছিলো যে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঐ মুবারক নূর যার মাধ্যমে পুরো যমিন নূরে আলোকিত হয়ে উঠেছে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আক্বা ও মাওলা, রাসূলে খোদা, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নূর, এই বিষয়টি আল্লাহ পাকের পবিত্র কালাম কুরআনে করীমেও রয়েছে। যেমন পারা: ৬, সূরা মায়িদা, আয়াত: ১৫ তে ইরশাদ হচ্ছে:
قَدْ جَآءَکُمْ مِّنَ اللّٰہِ نُوْرٌ وَّ کِتٰبٌ مُّبِیْنٌ
(পারা: ৬, সূরা মায়িদা, আয়াত: ১৫) কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা ‘নূর’ এসেছে এবং স্পষ্ট কিতাব।
এই আয়াতে করীমায় মধ্যে নূর দ্বারা উদ্দেশ্য কি, এই প্রসঙ্গে ইমাম বাগবী, ইমাম জালাল উদ্দীন সুয়ুতী, ইমাম রাযী, আল্লামা সাভী, আল্লামা মোল্লা আলী ক্বারী, আল্লামা মাহমুদ আলূসী رَحِمَہُمُ اللهُ اَجْمَعِیْن আরও অনেক মুফাসসিরিনে কেরামগণ বলেন: এই নূর দ্বারা নূর ওয়ালা নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উদ্দেশ্য।
(তাফসীরে সিরাতুল জিনান, পারা: ৬, সূরা মায়িদা, আয়াতের পাদটীকা: ১৫, ২/৪০০-৪০১ পৃ:)
বরং স্বয়ং নূর ওয়ালা আক্বা, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজে নূর হওয়ার ব্যাপারে বলেছেন যেমন ইমাম বুখারী ও মুসলিমের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত