Asmani Kitabon Mein Naat e Mustafa

Book Name:Asmani Kitabon Mein Naat e Mustafa

দূরের কথা, শুধুমাত্র একটি বৈশিষ্ট্য পরিপূর্ণভাবে বর্ণনা করার জন্য হাজার বছরের জীবনও কম হবে।

 

          মোটকথা; আমরা পরিপূর্ণভাবে যিকরে মুস্তফা তো করতে পারবো না, আসুন! বরকত অর্জনের জন্য পূর্ববর্তী আসমানী কিতাবের মধ্যে বর্ণিত কিছু বৈশিষ্ট্য ও প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান-মান শুনে নিই।

 

একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা

          মনে রাখবেন! পূর্ববর্তী আসমানী কিতাবসমূহের মধ্যে লোকেরা নিজেদের ইচ্ছামতো তাহরিফ (অর্থাৎ পরিবর্তন) করে দিতো, তাদের মধ্যে যিকরে মুস্তফা গোপন করার ও মুছে দেয়ার সর্বাত্মক অপচেষ্টা করা হয়েছে কিন্তু اَلْحَمْدُ لِلّٰه এখনো ঐসব কিতাবের মধ্যে যিকরে মুস্তফা বিদ্যমান রয়েছে।

 

          সর্বোপরি! ঐসব আসমানী কিতাবের মধ্যে যেহেতু তাহরিফ হয়ে গেছে, (অর্থাৎ তাতে তাদের মনগড়া বিষয়াদি সংযুক্ত করে দিলো) এজন্য ঐসব কিতাবাদি পড়া এখন শুদ্ধ নয়। বড় বড় ওলামায়ে কেরাম ঐসব কিতাবাদি থেকে মাহবুবে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যেই নাত বের করে বর্ণনা করেছেন আর যেসব রেওয়ায়েতে এসেছে, সেগুলোর আলোকে নাতে মুস্তফা আপনাদের সামনে উপস্থাপন করছি:

 

 

 

 

প্রতিটি ঘরের আলো আমাদের নবী...!!

          হযরত সালিম বিন আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত: (সাহাবায়ে কেরাম ও তাবেয়ীনদের যুগের কথা) একবার ২জন ব্যক্তি বসে পরস্পর কথা বলছিলো, এর মধ্যে একজন বললো: আমি গতরাত স্বপ্নে সমস্ত আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর যিয়ারত করেছিঅন্যজন বললো: এরপর বলুন! আপনি কি দেখেছেন? এখন স্বপ্নদ্রষ্টা তার স্বপ্নের কথা বলতে লাগলো, আমি দেখলাম; প্রত্যেক নবী عَلَیْہِ السَّلَام এর সাথে চারটি করে প্রদীপ ছিলো, একটি প্রদীপ তাঁদের সামনে, আরেকটি তাঁদের পেছনে, একটি তাঁদের ডান পাশে, আরেকটি তাঁদের বাম পাশে। অতঃপর প্রত্যেক নবী عَلَیْہِ السَّلَام এর সাথে তাঁদের একজন সঙ্গীও ছিলো, তাঁদের কাছেও একটি করে প্রদীপ ছিলো।

 

          অতঃপর আমি দেখলাম; (একজন মহান মর্যাদাবান) নবী দাঁড়ালেন, তিনি দাঁড়ানোর সাথে সাথে পুরো ময়দান আলোকিত হয়ে গেলো, তাঁর মাথা মুবারকের প্রতিটি চুলের সাথে একটি করে প্রদীপ ছিলো আর তাঁর সঙ্গী যারা তাঁর সাথে ছিলো, তাঁদের সাথে একটি করে নয় বরং ৪টি করে প্রদীপ ছিলো। এই দৃশ্যটি দেখে আমি জিজ্ঞাসা করলাম:
مَنْ هٰذَا ইনি এতো উচ্চ মর্যাদা সম্পন্ন নবী যিনি দাঁড়ানোর সাথে সাথেই পুরো যমিন আলোকিত