Asmani Kitabon Mein Naat e Mustafa

Book Name:Asmani Kitabon Mein Naat e Mustafa

জাবের رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণনা করেন: আমি রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে জিজ্ঞাসা করলাম আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটি সৃষ্টি করেছেন? নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: ہُوَ نُورُ نَبِیِّکَ یَاجَابِرُ! হে জাবের সেটা হলো তোমার নবীর নূর (যেটা আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন।)

(আল জুযউল মাফকুদ মিন মুসান্নাফ আব্দুর রাজ্জাক, কিতাবুল ঈমান, বাবুন ফি তাখলিক্ব, ৬৩ পৃ:, হাদীস: ১৮)   

 

হে মাওলা! কার নূর আমাদেরকে ঢেকে নিয়েছে?

          বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম আহমদ বিন মুহাম্মদ কাস্তালানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: আল্লাহ পাক যখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূরকে সৃষ্টি করলেন তখন তাকে হুকুম দিলেন যে, সমস্ত আম্বিয়ায়ে কেরামের নূরকে দেখো, অতঃপর আল্লাহ পাক সমস্ত আম্বিয়ায়ে কেরামের নূরকে আমাদের নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূর দ্বারা ঢেকে নিলেনতাঁরা আরয করলো: মাওলা! কার নুর আমাদেরকে আবৃত করে নিয়েছে? আল্লাহ পাক বলেন: هٰذَا نُورُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الله অর্থাৎ এটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নুর।

(আল মাওয়াহিবুল লাদুনিয়া, আল মাক্বসদিল আউয়াল, ফি তাশরিফিল্লাহ, ১/৩৩ পৃ:)

 

নূরের করুণা বন্টনকারী

          আল্লাহ পাকের আখেরী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নূর বরং কাসিমে নূর (অর্থাৎ নূর বন্টনকারী)। সাহাবীয়ে রাসূল হযরত কাব বিন যুহাইর رَضِیَ اللهُ عَنْہُ বলেন: اِنَّ الرَّسُوْلَ لَنُوْرٌ یُسْتَضَاُ بِہٖ  নিশ্চয় রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এমন নূর যেটা থেকে আলো নেয়া হয়। (মুজামুল কবীর, ৮/১৯২ পৃ:, নং: ১৫৭৩৫)

          হযরত উসাইদ বিন আবু আইয়াস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: নূর ওয়ালা আক্বা, রাসূলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একবার আমার চেহারা ও বুকের উপর তাঁর হাত বুলিয়ে দিলেন, সেটার বরকত এটা প্রকাশিত হলো যে, আমি যখনই কোন অন্ধকারে প্রবেশ করতাম সেটা আলোকিত হয়ে যেতো।

(কানযুল উম্মাল, কিতাবুল ফাযায়িল, ফাযায়িলুস সাহাবা, অংশ: ১৩, ৭/১২৩ পৃ:, হাদীস: ৩৬৮১৯)

          মনে রাখবেন! আমাদের আক্বা ও মাওলা, নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নূরও, বাশারও, কুরআনে করীম ও হাদীসে পাক থেকে এই দুইটি বিষয় প্রমাণিত।

 

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় নাম

          প্রিয় ইসলামী ভাইয়েরা! পূর্ববর্তী আসমানী কিতাবের মধ্যে রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনেক সুন্দর সুন্দর নামও বর্ণনা করা হয়েছিলো। আসুন! তার মধ্য থেকে কয়েকটি নাম মুবারক শুনি: