Asmani Kitabon Mein Naat e Mustafa

Book Name:Asmani Kitabon Mein Naat e Mustafa

চিনেন না? ইনি হলেন মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم (আর তার সম্পর্কে আল্লাহ পাকের ফরমান হলো এটা যে, সে) আমার নাম নিয়ে দোয়া করবে তো আমি তাঁর দোয়া কবুল করবো

          ওলামায়ে কেরামগণ বলেন: এই রেওয়ায়েতের মধ্যে যায়তুনের দুইটি বৃক্ষ দ্বারা উদ্দেশ্য হলো দ্বীন ও বাদশাহী যা আল্লাহ পাক তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দান করেছেন।

(হুজ্জাতুল্লাহি আলাল আলামিন, আল মাবহাছুর রাবে, আল ফসলুল আউয়াল, ৮০ পৃ:)

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় গুণাবলী

          হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাক হযরত শায়া عَلَیْہِ السَّلَام এর নিকট ওহী প্রেরণ করলেন, নিশ্চয় আমি একজন নবী (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) কে প্রেরণ করবো * যে উম্মী হবে (অর্থাৎ দুনিয়াতে তাঁর কোন ওস্তাদ থাকবে না) * আমি তাঁর মাধ্যমে বধির কান খুলে দিবো * গাফেল হৃদয়গুলো জাগ্রত করবো * অন্ধদের দৃষ্টিশক্তি দান করবো * তাঁর জন্মস্থান হবে মক্কা * তাঁর হিজরতের স্থান তায়্যিবা * তাঁর বাদশাহী সিরিয়াতে হবে * সে আমার বিশেষ বান্দা * মুতাওয়াক্কিল (আমার উপর ভরসাকারী) * মুস্তফা (অর্থাৎ নির্বাচিত) * মারফু (অর্থাৎ উচ্চ পর্যায়ের যিকিরকারী) * হাবীব * মুতাহাব্বাব (অর্থাৎ যাকে পছন্দ করা হয়েছে) * মুখতার (অর্থাৎ ক্ষমতার অধিকারী) * তিনি মন্দের প্রতিশোধ মন্দ দিয়ে নিবেন না বরং ক্ষমা করে দিবেন
* মুমিনের উপর দয়াশীল হবেন * (এমন কোমল হৃদয় সম্পন্ন হবেন যে) আঘাত প্রাপ্ত পশুকে দেখেও কান্না করবেন * বিধবার কোলে এতিমকে দেখে অশ্রু ঝরাবেন * কঠোর হবেন না * মন্দ কথা বলবে না * আর না বাজারে শোরগোল করবেন * তাঁর চলাফেরায় এমন প্রতাপ থাকবে যে, যদি প্রদীপের পাশ দিয়ে অতিত্রুম করেন তবে প্রদীপ নিভবে না * শুকনো ঘাসের উপর কদম রাখলে কদমের আওয়াজ আসবে না * আমি তাঁকে জান্নাতের সুসংবাদ প্রদানকারী * ও জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শনকারী বানিয়ে প্রেরণ করবো * তাঁকে পবিত্র চরিত্র দ্বারা ধন্য করবো * আদর্শ ও প্রশান্তি তাঁর পোশাক হবে * নেকী হবে তাঁর তরিকা, তাকওয়া হবে তাঁর বিবেক * হিকমত হবে তাঁর কালাম
* সত্যবাদীতা ও বিশ্বস্ততা হবে তাঁর স্বভাব * ক্ষমা করা ও হাসিমুখে সাক্ষাত করা হবে তার নীতি * ন্যায়বিচার ও ইনসাফ হবে জীবন * হক হবে তাঁর শরীয়ত * ইসলাম হবে তাঁর দ্বীন এবং * তাঁর নাম হবে আহমদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

(দালায়িলুন নবুয়াত লি আবি নুয়াঈম, আল ফাসলুল খামিস, ১/৩৫-৩৬, হাদীস: ৩২-৩৩)

 

পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ মাফ

          ইমাম বায়হাকী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: আল্লাহ পাক হযরত দাউদ عَلَیْہِ السَّلَام এর নিকট ওহী প্রেরণ করেন: হে দাউদ (عَلَیْہِ السَّلَام)! নিশ্চয় আপনার পর অতি শীঘ্রই একজন নবী হবেন, তাঁর নাম আহমদ ও মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, আমি তাঁর উপর কখনো গজব করবো না, তিনি কখনো আমার নাফরমানী করবেন না, নিশ্চয় আমি তাঁর সদকায় তাঁর পূর্ববর্তী ও পরবর্তীদের গুনাহ ক্ষমা করে দিলাম(দালায়িলুন নবুয়ত লিল বায়হাকী, ১/৩৮০ পৃ:)