Asmani Kitabon Mein Naat e Mustafa

Book Name:Asmani Kitabon Mein Naat e Mustafa

          আয়াতে করীমার মধ্যে حَق শব্দটি ২বার ব্যবহার করা হয়েছে, এই স্থানে حَق দ্বারা উদ্দেশ্য কি? এটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন: نَعْتُ مُحَمَّدٍ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) فِی التَّوْرَاۃِ  অর্থাৎ এই স্থানে حَق দ্বারা উদ্দেশ্য হলো রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ঐ নাতে পাক, যা আল্লাহ পাক তাওরাত শরীফে অবতির্ণ করেছেন। (হাশিয়াতুস সাভী আলা তাফসীরে জালালাইন, পারা:  ১, সূরা বাকারা, আয়াতের পাদটীকা: ৪২, ১/৬৭) সুতরাং বনী ইসরাইলদেরকে নির্দেশ দেয়া হলো হে তাওরাতের উপর ঈমানের দাবীদারগণ! * আমি তাওরাত শরীফে আমার প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাত * তাঁর গুণাবলী * তাঁর মর্যাদা ও শান মান * প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খুব সুন্দর চেহারার বর্ণনা * প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় আমলের আলোচনা * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় মোহরে নবুয়তের আলোচনা * তাঁর চালচলনের মুবারক আলোচনা * তাঁর কথা বলার ধরনের আলোচনা * তাঁর শহরের বর্ণনা * তাঁর বেলাদতের আলোচনা * তাঁর হিজরতের আলোচনা * তাঁর দুনিয়াতে আসার আলোচনা * তাঁর দুনিয়া থেকে বিদায় নেয়ার আলোচনা মোটকথা আমার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাত ও গুণাবলীসমূহ ব্যাখ্যা সহকারে বর্ণনা দিয়েছি, হে আহলে তাওরাতগণ! এখন তোমাদের উপর আবশ্যক হলো, তোমরা আমার প্রিয় মাহবুবের নাতের মধ্যে না তোমাদের পক্ষ থেকে কোন কিছু মিশ্রিত করবে! আর না আমার মাহবুবের নাত গোপন করবে! বরং যথাসম্ভব আমার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাতের চর্চা করো...!

 

                                                 اَللهُ اَكْبَر প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রতীয়মান হলো; আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাত, তাঁর গুণাবলীসমূহ ও সৌন্দর্যতার বর্ণনা করা আল্লাহ পাক পছন্দ করেনএরদ্বারা অনুমান করুন! কেমন সৌভাগ্যবান ঐসব লোক যারা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গুণাবলীর অনেক চর্চা করে থাকে * নাত পাঠ করে * মিলাদ উদযাপন করে
* যিকরে মুস্তফার মাহফিল সাজায় * পতাকা উড়ায় * জুলুসে অংশগ্রহণ করে ধূমধামের সাথে তাঁর আগমনের খুশি উদযাপন ও যিকরে মুস্তফার করার সৌভাগ্য অর্জন করে।

 

আসমানী কিতাব সমূহে নাতে মুস্তফা

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আহলে কিতাবদের হুকুম দেয়া হয়েছে যে, আমার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাতের চর্চা করো! তাদের মধ্যে যারা অমুসলিম, তারা তো এই সৌভাগ্য অর্জন করেনি, আসুন! আজকে আমরা এই সৌভাগ্য অর্জন করে নিইপ্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গুণাবলী ও পরিপূর্ণতা যা পূর্ববর্তী আসমানী কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছিলো, সেটার পরিপূর্ণ বর্ণনা তো দেয়া যাবে না কেননা আমাদের তো সেই জিহ্বাও নেই যে, যিকরে মুস্তফার হক আদায় করতে পারবো, আমাদের কাছে এতটুকু জ্ঞানও নেই যে, পরিপূর্ণভাবে যিকরে মুস্তফা সম্পর্কে জানতে পারবো আর সত্য কথা তো এটা যে, আমাদের এতো দীর্ঘ জীবনও নেই, এটা একদম সত্য, নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পরিপূর্ণ আলোচনা তো