Book Name:Asmani Kitabon Mein Naat e Mustafa
আল্লাহ পাক কুরআনে করীমে বলেন:
ہُوَ الْاَوَّلُ وَ الْاٰخِرُ وَ الظَّاہِرُ وَ الْبَاطِنُ ۚ وَ ہُوَ بِکُلِّ شَیْءٍ عَلِیْمٌ
(পারা: ২৭, সূরা হাদীদ, আয়াত: ৩) কানযুল ঈমান থেকে অনুবাদ: তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন এবং তিনিই সবকিছু জানেন।
শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের ব্যাখ্যা বলেন: (প্রথম হওয়া, শেষ হওয়া, জাহির হওয়া, বাতেনী হওয়া) এই চারটি সিফাত হলো আল্লাহ পাকের আর আল্লাহ পাক তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেও এই গুণাবলী দান করেছেন।
(মাদারিজুন নবুয়াত, মুকাদ্দামা, অংশ: ১, পৃষ্ঠা: ২ সারাংশ)
প্রিয় নবীর প্রথম ও শেষ হওয়ার দ্বারা উদ্দেশ্য
হাদিসে পাকে রয়েছে: একবার ফেরেশতাদের সর্দার হযরত জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام প্রিয় নবী, রাসূলে পাক, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন আর এইভাবে সালাম পেশ করলেন: اَلسَّلَامُ عَلَیْکَ یَاظاهِرُ! اَلسَّلَامُ عَلَیْکَ یَابَاطِنُ হে জাহির নবী! আপনার উপর সালাম, হে বাতিন নবী! আপনার উপর সালাম। এতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: হে জিব্রাইল! এই গুণাবলী তো আল্লাহ পাকের, তিনিই যোগ্য, আমার জন্য এই গুণাবলী কিভাবে হতে পারে? হযরত জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام আরয করলেন: আল্লাহ পাক আপনাকে এই গুণাবলী দ্বারা মর্যাদা দান করেছেন, আপনাকে সমস্ত নবী ও রাসূলদের উপর মর্যাদা দান করেছেন এবং নিজের নাম ও গুণাবলী থেকে আপনার নাম ও বৈশিষ্ট্য বের করেছেন * (হে প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم)! আল্লাহ পাক আপনার নাম আউয়াল রেখেছেন, কেননা আপনি বেলাদতের দিক দিয়ে সমস্ত আম্বিয়ায়ে কেরাম থেকে আউয়াল অর্থাৎ প্রথম ( কারণ সর্বপ্রথম আপনার নূর মুবারক সৃষ্টি করা হয়েছে) * আল্লাহ পাক আপনার নাম মুবারক আখিরও রেখেছেন কেননা আপনি সমস্ত নবীর যুগের শেষে তাশরিফ আনয়নকারী এবং আখেরী উম্মতের আখেরী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم * এইভাবে আল্লাহ পাক আপনার নাম মুবারক বাতিনও রেখেছেন, কেননা আল্লাহ পাক নিজের নামের সাথে আপনার নাম মুবারক সোনালী নূর দ্বারা আরশের খুঁটিতে হযরত আদম عَلَیْہِ السَّلَام এর জন্মের ২ হাজার বছর পূর্বে সর্বদার জন্য লিখে দিয়েছেন। একইভাবে আল্লাহ পাক আপনার নাম মুবারক জাহিরও রেখেছেন কেননা তিনি আপনাকে সমস্ত দ্বীনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, আপনার শরীয়ত ও ফযিলতকে সমস্ত যমিন ও আসমানবাসীদের উপর প্রকাশ করেছেন।
(শরহুশ শিফা, ১/৫১৫ পৃ:, ফাতাওয়ায়ে রযবীয়্যা, ১৫/৬৬৩ পৃ:)