Asmani Kitabon Mein Naat e Mustafa

Book Name:Asmani Kitabon Mein Naat e Mustafa

 

 নেক আমল নম্বর ২৯ এর প্রতি উতসাহ প্রদান:

          প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রবৃত্তির চাহিদা থেকে বেঁচে থাকার ও সুন্নাতে রাসূলের অনুসারী হওয়ার মানসিকতা পাওয়ার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, যেলি হালকার ১২ দ্বীনি কাজে অংশগ্রহণ করুন। শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত ৭২ নেক আমলএর উপর আমল করুন। ৭২টি নেক আমলের মধ্য হতে ২৯ নং নেক আমল হলো, আপনি কি আজ সুন্নাত অনুযায়ী খাবার খেয়েছেন এবং খাওয়ার পূর্বে ও পরে দোয়া পড়েছেন? এই নেক আমলের উপর করার বরকতে না শুধুমাত্র আমরা সুন্নাত অনুযায়ী আহারকারী হয়ে যাবে বরং ক্ষুধা থেকে কম খেয়ে প্রবৃত্তির চাহিদার অনুসরণ করা থেকে বেঁচে থাকতে সফল হয়ে যাবো।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 মাদানী কাফেলা বিভাগ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সময় যতই যাচ্ছে মুসলমানদের আমলী অবস্থারও অবনতি হচ্ছে, নামাযের স্পৃহা লোপ পাচ্ছে, গুনাহের অনিষ্টতা ছড়িয়ে পড়ছে আর সেসব গুনাহের ধ্বংসযজ্ঞ প্রভাব ঘরে ঘরে পৌঁছে গিয়ে আমাদের প্রজন্মের ধ্বংস ও বরবাদের কারণ হচ্ছেএমন করুন পরিস্থিতির মধ্যে প্রয়োজন ছিলো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের প্রদি দরদী লোকেরা গ্রামে গঞ্জে, শহরে নগরে এবং দেশ থেকে দেশ সফর করে মানুষদের সংশোধন করার, এই উদ্দেশ্যে পূরণ করার জন্য দাওয়াতে ইসলামীর অধীনে একটি বিভাগ তথা মাদানী কাফেলাবিভাগ গঠন করা হয়েছে। اَلْحَمْدُ لِلّٰه মাদানী কাফেলা বিভাগ সারা বিশ্বে নেকীর দাওয়াতের সাড়া জাগানোর জন্য একটি নীতি বানিয়েছে যেটার মাধ্যমে হাজারো ইসলামী ভাই মাদানী কাফেলার মুসাফির হয়ে থাকে যেটার মাধ্যমে অমুসলিমদের ইসলামের দৌলত নসিব হয়েছে, গুনাহগারদের সংশোধন হচ্ছে, মসজিদ আবাদ হচ্ছে এবং সমাজে নেককার হওয়ার ও বানানোর প্রচেষ্টার উপর তৎপরতা শুরু হয়ে যাচ্ছে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 হাত মিলানোর সুন্নাত ও আদব

        প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ১০১ মাদানী ফুল থেকে হাত মিলানোর কিছু সুন্নাত ও আদব শুনি: প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী লক্ষ্য করুন: * যখন দু’জন মুসলমান সাক্ষাতের সময় মুসাফাহা করে এবং একে অপরের ভালো মন্দ জিজ্ঞাসা করে তখন আল্লাহ পাক তাদের মাঝখানে একশত (১০০) রহমত অবতীর্ণ করেন যার মধ্যে নিরানব্বইটি রহমত প্রফুল্লতার সাথে সাক্ষাত কারী ও উত্তম পদ্ধতিতে আপন ভাইয়ের অবস্থাদি জিজ্ঞাসাকারী ব্যক্তি পেয়ে থাকে। (মুজামে আউসাত, ৫/৩৮০ পৃ:, নং: ৭৬৭২) * যখন দু’জন বন্ধু একে অপরের সাথে মিলিত হয় আর মুসাফাহা করে এবং নবী করীম (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ