Asmani Kitabon Mein Naat e Mustafa

Book Name:Asmani Kitabon Mein Naat e Mustafa

* আদব সহকারে বসবো * বয়ানের মাঝখানে উদাসিনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শ্রবণ করবো * যা শুনবো তা অন্যের নিকট পৌঁছিয়ে দেয়ার চেষ্টা করবো।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

পূর্ববর্তী কিতাবের মধ্যে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মানিত পিতার আলোচনা

          রেওয়ায়েতের মধ্যে রয়েছে: সিরিয়ার আহলে কিতাব (অর্থাৎ তাওরাত ও ইঞ্জিল শরীফের উপর ঈমানের দাবীদারদের) কাছে হযরত ইয়াহইয়া عَلَیْہِ السَّلَام এর মুবারক রক্তে রঞ্জিত সাদা জুব্বা ছিলো তাদের কিতাবে লিখা ছিলো: যেই রাতে সেই জুব্বা থেকে রক্তের ফোটা টপকে পড়বে, বুঝে নিবে সেদিন শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মানিত পিতার বেলাদত হবেঅতঃপর যেই রাতে হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর বেলাদত হলো, সেই জুব্বার মাধ্যমে সিরিয়ার আহলে কিতাবগণের এটা জানা হয়ে গেলো আর তারা হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ কে শহীদ করার জন্য হেরেম শরীফে আসলো কিন্তু আল্লাহ পাক তাঁকে তাদের অনিষ্টতা থেকে হেফাযত করেন আর তারা ব্যর্থ হয়ে ফিরে গেলো, এরপর যখনই কোন মুসাফির হেরেম শরীফ থেকে সিরিয়ায় যেতো, আহলে কিতাবরা তার কাছে হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ সম্পর্কে জিজ্ঞাসা করতো, আগমনকারী বলতো: তার নুরের আলোতে কুরাইশরা ঝলমল করছে।

(তারিখুল খামীস, আত তালিআতুছ ছালিছা ফি বেলাদাতি আব্দুল্লাহ, ১/৩৩১ পৃ:)

 

          হযরত আমিনা رَضِیَ اللهُ عَنْہَا এর পিতা হযরত ওয়াহাব رَضِیَ اللهُ عَنْہُ একদিন শিকারের জন্য বনে গেলেন, সেখানে তিনি এক আশ্চর্যকর দৃশ্য দেখলেন, হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ যিনি শিকারের জন্য এসেছিলেন তিনি জঙ্গলে একা আর আহলে কিতাবদের প্রায় ৯০জন লোক হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ কে ঘিরে রেখেছে। হযরত ওয়াহাব رَضِیَ اللهُ عَنْہُ বলেন: এক কুরাইশী যুবককে বিপদে দেখে আমি তাকে সাহায্য করার জন্য অগ্রসর হচ্ছিলাম হঠাৎ অদৃশ্য থেকে কিছু ঘোড়ার আরোহী আবির্ভূত হলো, তারা মানুষের মতো ছিলো না, তারা আসার সাথে সাথেই সেই ৯০জন লোকের উপর হামলা করে তাদেরকে মেরে তাড়িয়ে দিলো আর হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ কে নিরাপদে তাঁর ঘরে পৌঁছিয়ে দিলো(তারিখুল খামীস, ১/৩৩৪ পৃ:)

 

সুপরিচিত নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

          প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর স্মরণ উচুঁ  করেছেন, এখনো হযরত আদম عَلَیْہِ السَّلَام এর বেলাদত হয়নি, এর পূর্বেও নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আলোচনা ছিলো। اَلْحَمْدُ لِلّٰه আল্লাহ পাক পূর্ববর্তী আসমানী কিতাবের মধ্যে (যেমন তাওরাত, যাবুর, ইঞ্জিল) ও আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর উপর অবতীর্ণ হওয়া সহিফার মধ্যে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিশদ আলোচনা