Book Name:Asmani Kitabon Mein Naat e Mustafa
وَسَلَّم) এর উপর দরুদ পাঠ করে তখন তাদের উভয়ে পৃথক হওয়ার পূর্বে তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। (শুয়াবুল ঈমান, ৬/৪৭১ পৃ:, হাদীস: ৮৯৪৪) * দুইজন মুসলমান সাক্ষাতের সময় সালাম দিয়ে দুই হাত দ্বারা মুসাফাহা করা অর্থাৎ উভয় হাত মিলানো সুন্নাত। * বিদায় নেয়ার সময়ও সালাম দিন এবং হাত মিলাতে পারবেন * হাত মিলানোর সময় দরুদ শরীফ পড়ে সম্ভব হলে এই দোয়াটিও পাঠ করুন: یَغفِرُ اللهُ لَنَا وَ لَکُم (অর্থাৎ আল্লাহ পাক আমাদের ও আপনাদের গুনাহ ক্ষমা করুক।) * দুইজন মুসলমান হাত মিলানোর মাঝখানে যে দোয়াটি করবে اِنْ شَآءَ الله তা কবুল করা হবে, পৃথক হওয়ার পূর্বে উভয়ের মাগফিরাত হয়ে যাবে। (মুসনদে আহমদ, ৪/২৮৬ পৃ:, হাদীস: ১২৪৫৪) اِنْ شَآءَ الله
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হাত মিলানোর অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং সেগুলো জানার জন্য অবশ্যই তরবিয়্যতি হালকায় অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ