Book Name:Asmani Kitabon Mein Naat e Mustafa
হিংসার মাথায় ধূলো ঢেলে দাও...!!
اَلْحَمْدُ لِلّٰه প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রতীয়মান হলো; আহলে কিতাব যারা ঈমান গ্রহণ করেনি তারা শুধুমাত্র হিংসার কারণেই ঈমান আনেনি, নতুবা যারা পবিত্র হৃদয় সম্পন্ন ছিলো, তারা নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দেখার সাথে সাথেই কালেমা পাঠ করে নিতো। এই হিংসার ধ্বংসলীলা অনুমান এরদ্বারা করুন! হাকীমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াত থেকে পাওয়া মাদানী ফুলের মধ্যে উল্লেখ করেন: * হিংসা এমন মন্দ বিপদ যেটা স্বয়ং হিংসুককে গ্রাস করে ফেলে আর হিংসাত্বক (অর্থাৎ যার প্রতি হিংসা করা হয়, তার) কিছুই করতে পারেনা * এটার কারণে হিংসুকের স্বাস্থ্য খারাপ, ঈমান বিনষ্ট ও হৃদয় কালো হয়ে যায় কেননা হিংসাত্বক ব্যক্তি তো আরামে ঘুমিয়ে থাকে আর এ হিংসুক হিংসার আগুণে জ্বলে নিজের আরাম আয়েশ নষ্ট করে ফেলে আর স্বয়ং নিজে অশ্রু দ্বারা মুখ ধৌত করে থাকে * হিংসুক কখনো উন্নতী করতে পারে না কেননা সে যখন হিংসা থেকেই মুক্তি পায় না তখন উন্নতীর ব্যাপারে চিন্তা করার সময় কই?
(তাফসীরে নঈমী, পারা: ১, সূরা বাকারা, আয়াতের পাদটীকা: ৯০, ১/৫৪৯ পৃ:)
মাওলানা রুমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: দেখুন! হিংসার কারণে ইবলিস আদম عَلَیْہِ السَّلَام কে সিজদা করতে লজ্জাবোধ করেছে আর সৌভাগ্য ও সফলতা থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেলো। এরদ্বারা বোঝা গেলো যে, যখন তোমরা পরিষ্কার হৃদয় সম্পন্ন ব্যক্তিদের প্রতি হিংসা করবে তখন তোমাদের অন্তর অন্ধকারাচ্ছন্ন হবে। সুতরাং আল্লাহ পাকের নেককার বান্দাদের কদমের ধূলো হয়ে যাও, আমাদের মতো হিংসার মাথায় মাটি ঢেলে দাও...!! (মসনবী মা’নবী, প্রথম খন্ড, ১৯ পৃ:)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নাতে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم গোপন করো না...!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসমানী কিতাব সমূহের মধ্যে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আলোচনা রয়েছে, এর সাথে সাথে আহলে কিতাবদের এই নির্দেশও দেয়া হয়েছিলো যে, তোমরা আমার প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই আলোচনাকে কখনো গোপন করবে না বরং তাঁর চর্চা করতে থাকো। যেমন পারা: ১, সূরা বাকারা, আয়াত: ৪২ এ আল্লাহ পাক বনী ইসরাইলদের বলেন:
وَ لَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَ تَکْتُمُوا الْحَقَّ وَ اَنْتُمْ تَعْلَمُوْنَ
(পারা: ১, সূরা বাকারা, আয়াত: ৪২) কানযুল ঈমান থেকে অনুবাদ: আর সত্যের সাথে বাতিলকে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না।
এই আয়াতের মধ্যে বনী ইসরাইলদেরকে ২টি বিষয়ে নিষেধ করা হয়েছে: (১) সত্যকে বাতিলের সাথে মিশ্রিত না করা এবং (২) সত্যকে গোপন না করা।