Asmani Kitabon Mein Naat e Mustafa

Book Name:Asmani Kitabon Mein Naat e Mustafa

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আরও কিছু

সুন্দর সুন্দর নাম মুবারক

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক হযরত শীস عَلَیْہِ السَّلَام এর উপর সহিফা অবতীর্ণ করেছেন, তার মধ্যে তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নাম মুবারক آخَرُ مَاخ, এর অর্থ: صَحَیْحُ الْاِسْلَام (অর্থাৎ সঠিক দ্বীন সম্পন্ন) * একইভাবে পূর্ববর্তী আসমানী কিতাবের মধ্যে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি নাম اِکْلِیْل ও রয়েছে, যেটার অর্থ হলো: মুকুটঅর্থাৎ আম্বিয়াদের মুকুট যেমনটি মুকুট পুরো মাথা আবৃত করে নেয়, তেমনই নবী  করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নবুয়ত সমস্ত সৃষ্টিকে আবৃত করে নিয়েছে কেননা তিনি নবীদেরও নবী, ফেরেশতাদেরও নবী, জ্বিনদেরও নবী, মানুষেরও নবী, মোটকথা: আল্লাহ পাক ব্যতীত যা কিছু রয়েছে তিনি সকল সৃষ্টির, সমস্ত জাহানের নবী * ইঞ্জিল শরীফে নবীয়ে আকরাম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রসিদ্ধ নাম হলো: بَارْقَلِیْط ও এসেছে: যেটার অর্থ হলো: রুহুল কুদস (অর্থাৎ পবিত্র রুহ) * রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি মুবারক নাম হলো: جَبَّار, যেটার অর্থ হলো: উম্মতদের সংশোধনকারী, হিদায়তের রাস্তা প্রদর্শনকারী, খোদার শত্রুদের উপর গযবকারী, সমস্ত মানুষের উপর শ্রেষ্টত্ব লাভকারী নবী।

(সুবলুল হুদা,  ১/৪২৫-৪৩১-৪৩৮-৪৪৩ পৃ:)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

          প্রিয় ইসলামী ভাইয়েরা! পূর্ববর্তী আসমানী কিতাব থেকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আরও শান শুনুন:

 

সুলতানে দোজাহান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

          হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর উপর নাযিলকৃত আসমানী কিতাব ইঞ্জিল শরীফে রয়েছে: (আখেরী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) যিনি সর্বদা শ্রেষ্ঠ থাকবেন এবং শেষ পর্যন্ত আমার বিধানের হেফাযত করতে থাকবেন, আমি তাঁকে সমস্ত উম্মতের বাদশাহ বানাবো।

(হুজ্জাতুল্লাহি আলা আলামীন, আল মাবহাছুর রাবে, আল কিসমুল আউয়াল, আল ফাসলুল আউয়াল, ৭৬ পৃ:)

 

চকচকে মিনার

          আল্লাহ পাকের নবী হযরত যাকারিয়া عَلَیْہِ السَّلَام বলেন: ফেরেশতা যে আমার মুখে বলে (অর্থাৎ আমার নিকট ওহী নিয়ে আসে) সে আমাকে বললো: আপনি কি দেখছেন? আমি দেখছি সামনে একটি স্বর্ণের মিনার ছিলো, সেটার মাথায় একটি তালু ছিলো, সেই তালুর উপর ৭টি প্রদীপ ছিলো, প্রতিটি প্রদীপে ৭টি করে মুখ ছিলো, তারপর  সেই তালুর ডান ও বাম দিকে যায়তুন গাছ ছিলো, আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম: এটা কি? উত্তর দিলো: আপনি এটাকে