Book Name:Asmani Kitabon Mein Naat e Mustafa
সাহাবীয়ে রাসূল হযরত
আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ একবার হযরত কা’বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ কে জিজ্ঞাসা করলেন:
তাওরাত শরীফে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কী কী বৈশিষ্ট্য
লিখা রয়েছে? বললেন: তাওরাত শরীফে
রয়েছে: * মুহাম্মদ বিন
আব্দুল্লাহ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) * তাঁর
জন্মস্থান মক্কা * হিজরতের জায়গা তাবাহ
(অর্থাৎ মদীনা)
* মন্দ কথা বলবে না * বাজারের মধ্যে উঁচু আওয়াজে
কথা বলবে না * মন্দের প্রতিশোধ মন্দ
দিয়ে নয় বরং মাফ করে দিবেন *
তাঁর উম্মত উম্মতে হাম্মাদ (অর্থাৎ অধিক প্রশংসাকারী) হবে * তিনি প্রত্যেক বিপদ ও সুখের
সময় আল্লাহ পাকের প্রশংসা করবে *
উঁচু জায়গায় উঠার সময় আল্লাহ পাকের তাকবীর (যেমন اَللهُ اَكْبَر) বলবে * নামাযের মধ্যে কাতার বানাবে। (দারামী, আল মুকাদ্দামা, ২৫-২৬ পৃ:, হাদীস: ৮)
সাহাবীয়ে রাসূল হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত: একবার রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: আল্লাহ পাক আমাকে হিদায়ত দানকারী, সমস্ত জাহানের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন এবং আমাকে পাঠিয়েছেন যেন বাদ্যযন্ত্র ধ্বংস করি। আউস বিন সামআ’ন (এই কথাটি শুনেছিলো, সে) বললো: সেই সত্তার শপথ! যিনি আমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, নিশ্চয় আমি তাওরাতে আপনার ব্যাপারে এরকমই পড়েছি। (হুজ্জাতুল্লাহি আলাল আলামিন, ৯৪ পৃ:)
سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কেমন শান, চিন্তা করে দেখুন! আল্লাহ পাক পূর্ববর্তী আসমানী কিতাবের মধ্যে কতো ব্যাখ্যা সহকারে নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বৈশিষ্ট্য ও মর্যাদা, ফাযায়িল, চরিত্র, পবিত্র আদর্শের ব্যাপারে আলোচনা করেছেন, এখানে একটু মনযোগ দিন! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়াতে কেন তাশরিফ এনেছেন? সেটার একটা হিকমত তাওরাত শরীফে বর্ণনা করা হয়েছে যে, তিনি বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য তাশরিফ এনেছেন।
اَلله! اَلله! নবীয়ে
পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
তো
যেই বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য তাশরিফ এনেছেন, এখন তাঁর
উম্মতেরা সেই বাদ্যযন্ত্র বানাচ্ছে, বাদ্যযন্ত্র
বাজাচ্ছে,
মিউজিক
শোনছে এটা কতো লজ্জার বিষয়। اَلْحَمْدُ لِلّٰه
এই
উম্মত মিউজিক শ্রবণকারী নয় বরং কী? তাওরাত শরীফে
বর্ণনা করা হয়েছে: এই উম্মত উম্মতে হাম্মাদ অর্থাৎ অধিক পরিমাণে আল্লাহ পাকের হামদ
ও সানা বর্ণনাকারী। (দারামী, আল
মুকাদ্দামা, ২৫-২৬ পৃ:) আমাদের উচিত
যেমন নাম,
তেমন
কাজও করা * গান * বাজনা *
মিউজিক * ঢোল
তবলা ইত্যাদি এসবকিছু বর্জন করা * যারা পূর্বে এরকম করতেন * তা
থেকে তাওবা করুন * তার স্থলে আল্লাহ পাকের হামদ ও সানা
করুন اَلله اَلله
করুন
*
তাঁর সুন্দর সুন্দর নাম দ্বারা যিকির করুন