Faizan e Imam Azam

Book Name:Faizan e Imam Azam

আমার পকেট খালি করে দেয়া হোক? নিঃসন্দেহে কোন ব্যক্তিই নিজের জন্য এই বিষয়টি পছন্দ করবে না, তবে নিজের মুসলমান ভাইয়ের জন্য এরূপ কেন চিন্তা করা হয়...?

যে ধোঁকা দেয়, সে আমাদের দলভূক্ত নয়!

    হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم খাদ্যশষ্যের একটি স্তুপের পাশ দিয়ে গমন কালে নিজের হাত মোবারক এতে প্রবেশ করিয়ে দিলেন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আঙ্গুল এতে আদ্রতা অনুভব করলে ইরশাদ করলেন: হে আড়তদার! এটা কি?” আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এতে বৃষ্টি পড়েছে ইরশাদ করলেন: তবে তুমি খাদ্যশষ্য গুলোকে স্তুপের উপরে কেন রাখোনি, যাতে মানুষ দেখতে পায়, যারা ধোঁকা দেয় তারা আমার দলভূক্ত নয় (সহীহ মুসলিম, কিতাবুল ঈমান, হাদীস: ১০২, ৬৫ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হাদীসে পাক দ্বারা জানা গেলো, ব্যবসায়িক পণ্যে ত্রুটি সৃষ্টি করাও অপরাধ এবং প্রাকৃতিক ভাবে সৃষ্ট ত্রুটি লুকানোও অপরাধ দেখুন (নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) বৃষ্টিতে ভেজা খাদ্যশষ্য লুকানোকে মিশ্রিত করার মধ্যে অন্তর্ভূক্ত করেন

(মিরাতুল মানাজিহ, /২৭৩)

    আল্লাহ পাক আমাদেরকে শরীয়াতের মূলনীতির প্রতি সজাগ থেকে, ব্যবসায় মিথ্যা বলা ধোঁকা দেয়ার আপদ থেকে বাঁচার তৌফিক দান করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ইমামে আযমের খোদাভীতি ও পরহেজগারীতা!

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মুসলমানদেরকে ধোঁকা দেয়া খুবই মন্দ অভ্যাস। মনে রাখবেন! যদি আমরা মিথ্যা শপথ করে ত্রুটিযুক্ত জিনিস না জানিয়ে থাকি তাহলে আমরা ক্রেতার হক