Book Name:Faizan e Imam Azam
اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী নেকীর দাওয়াতের সাড়া জাগানোর জন্য ৮০টির চেয়েও অধিক বিভাগে কাজ করে যাচ্ছে, তার মধ্য হতে একটি বিভাগ হলো দারূস সুন্নাহ বিভাগ। যেটার অধিনে বিভিন্ন দেশ, শহর থেকে আসা আশিকানে রাসূলের সাংগঠনিক ও নৈতিক প্রশিক্ষণ দেয়া হয় এবং এই উদ্দেশ্যের জন্য বিভিন্ন মাদানী মারকাযের মধ্যে দারূস সুন্নাহ গঠন করা হয়েছে। দারূস সুন্নাহের মধ্যে মাদানী মারকায থেকে আসা আশিকানে রাসূলকে ইলমে দ্বীন, সুন্নাত ও আদব শিখানো হয়, বিশুদ্ধভাবে কুরআনে করীম পাঠ করা শিখানো হয়, এমনকি যে সকল আশিকানে রাসূল, আল্লাহ পাকের রাস্তায় মাদানী কাফেলায় সফর করে তাদেরকে সফরের পূর্বে সফরের আদব, সফরের সুন্নাত, এবং মাদানী কাফেলায় সফর করার উদ্দেশ্য বলে দারূস সুন্নাহ থেকে দিক নির্দেশনা নিয়ে মাদানী কাফেলায় রওয়ানা করা হয়, অতঃপর ইসলামী ভাইয়েরা ইলমে দ্বীন শিখে এবং সুন্নাতের প্রশিক্ষণ লাভ করে নিজেদের এলাকায় গিয়ে নেকীর দাওয়াতের সাড়া জাগিয়ে থাকে। তাই আমাদেরও মাঝে মধ্যে সুন্নাতের প্রশিক্ষণ অর্জন করার জন্য দারূস সুন্নাহতে অংশ গ্রহণ করা উচিত এবং যা শিখবো তা অন্যের কাছে পৌঁছানোর সৌভাগ্যও অর্জন করা দরকার। দারূস সুন্নাহ মাদানী কাফেলা থেকে ফিরে আসার কার্যবিবরণীও নিয়ে থাকে।
ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে কেউ জিজ্ঞাসা করলো: আপনি এই উচ্চ মর্যাদায় কিভাবে পৌঁছলেন? তখন তিনি বললেন: আমি আমার ইলম দ্বারা অপরকে উপকার পৌঁছাতে কখনো কৃপণতা করিনি এবং আমি যেই বিষয়ে জানতাম না, সেই বিষয়ে কারো কাছ থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে কখনো লজ্জাবোধ করিনি। (দুররে মুখতার, ১/১২০-১২৭)