Book Name:Faizan e Imam Azam
কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় আল্লাহ অধিক তাওবাকারীদেরকে ভালবাসেন ও পবিত্রতা অবলম্বন কারীদেরকে পছন্দ করেন।
হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন; নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “নিশ্চয় ইসলাম হলো পরিষ্কার পরিচ্ছন্ন (ধর্ম), অতএব তোমরাও পবিত্রতা অর্জন করো, কেননা জান্নাতে পরিষ্কার পরিচ্ছন্নরা লোকেরাই প্রবেশ করবে।”
(কানযুল উম্মাল, হরফুত তা, কিতাবুত তাহারাত, ৫/১২৩, হাদীস: ২৫৯৯৬, ৯ম অংশ)
হযরত সাহল বিন হানযালা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে পোশাক তোমরা পরিধান করো, তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং নিজ বাহনগুলোর দেখাশুনা করো আর তোমাদের বাহ্যিক আকৃতি যেনো এমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যখন তোমরা মানুষের মাঝে যাও তখন তারা যেনো তোমাদেরকে সম্মান করে।” (জামে সগীর, হরফুল হামযা, ২২ পৃষ্ঠা, হাদীস: ২৫৭)
৪৩ নং নেক আমলের প্রতি উৎসাহ প্রদান:
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের ধর্ম আমাদেরকে অভ্যন্তরীণ বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহ্যিকভাবেও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যাপারেও কি সুন্দর শিক্ষা দিচ্ছে, সুতরাং আমাদেরও উচিত, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ খেয়াল রাখা এবং নিজেদের পোশাক, শরীর, পাগড়ী, চাদর, জুতা, গাড়ি, ঘর, গলি, এলাকা ও বাজার ইত্যাদির পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করা, বিশেষকরে মসজিদের তা’যিমের নিয়্যতে আসার পূর্বে গোসল বা ভালোভাবে অযু করে, উত্তম সুগন্ধি লাগিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আসা তাহলে اِنْ شَآءَالله ইবাদতের মধ্যে বিনয়ী ও একাগ্রতা লাভ হবে। নিজের ধর্মীয় ও