Book Name:Faizan e Imam Azam
হলাম যে, এই দূর্বল ব্যক্তিটি কে? এমন সময় আল্লাহ পাকের প্রিয় মাহবুব হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বাতেনী শক্তি ও ইলমে গাইবের মাধ্যমে আমার আশ্চর্য হওয়ার অবস্থা সম্পর্কে জেনে গেলেন এবং আমাকে উদ্দেশ্য করে ইরশাদ করলেন: “তিনি হলেন তোমাদের ইমাম আবু হানীফা।”
হযরত দাতা গঞ্জে বখশ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের এই স্বপ্ন বর্ণনা করার পর বলেন: এ থেকে আমি বুঝলাম: হযরত ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে ঐ সকল লোকেরদের মাঝে গন্য করা হয়, যাদের গুণাবলী শরীয়াতের স্থায়ী বিধানাবলীর ন্যায় সর্বদা বিরাজমান, এই কারণেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে এতো বেশি ভালোবাসতেন আর হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র প্রতি যে ভালোবাসা, তা দ্বারা এটাই বুঝা যায় যে, যেমনিভাবে হুযুরصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র ভুল হওয়া অসম্ভব, তেমনিভাবে আল্লাহ পাক ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র দয়ায় হযরত ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِও ভুল থেকে মুক্ত।
(কাশফুল মাহজুব, ১০১ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনা থেকে যেমনিভাবে আমরা ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র মহত্ব ও শান জানতে পারলাম, তেমনিভাবে এটাও জানা গেলো, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের দানক্রমে মনের অবস্থা সম্পর্কেও অবগত, তাইতো স্বপ্নে দাতা গঞ্জে বখশ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র মনে সৃষ্টি হওয়া প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইরশাদ করলেন: “তিনি হচ্ছেন তোমাদের ইমাম আবু হানীফা।” এটা তো ছিলো স্বপ্ন, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তো আল্লাহ পাকের দানক্রমে নিজের জাহেরী হায়াতেও অনেক অদৃশ্যের সংবাদ দিয়েছেন।