Book Name:Faizan e Imam Azam
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র দরবারে ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র মর্যাদা
হযরত দাতা গঞ্জে বখশ আলী হাজবেরী হানাফী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত ইমামে আযম আবু হানীফা নুমান বিন সাবিত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র প্রতি বিশেষ ভালবাসা পোষণ করতেন। তিনি বলেন: “আমি একদিন সফরে ছিলাম, শাম (সিরিয়া) দেশে মুয়াজ্জিনে রাসূল হযরত বিলাল رَضِیَ اللهُ عَنْہُ ’র রওযা মোবারকে উপস্থিত হলাম, সেখানে আমার চোখে ঘুম এসে গেলো এবং আমি নিজেকে মক্কা শরীফে পেলাম। দেখলাম, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বনী শায়বা গোত্রের দরজায় উপস্থিত আর একজন বয়স্ক ব্যক্তিকে ছোট শিশুদের মতো কোলে উঠিয়ে নিয়েছেন, আমি প্রবল ভালোবাসার কারণে ব্যাকুল হয়ে তাঁর দিকে অগ্রসর হলাম এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র মোবারক পায়ে চুমু খেলাম, মনে মনে এই বিষয়ে খুবই আশ্চর্যও