Book Name:Faizan e Imam Azam
এর নিচে এক হাজার দিরহাম রয়েছে, ইমাম আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: এই দিরহামগুলো নিয়ে তোমার অবস্থার উন্নতি করে নাও। তখন সে আরয করলো: “হুযুর! আমি তো সুখে আছি, নেয়ামতের মধ্যে ডুবে আছি এবং আমার এর কোন প্রয়োজন নেই।” তখন তিনি বললেন: তুমি কি এই হাদীসে পাক শুননি, “আল্লাহ পাক পছন্দ করেন: তিনি যেনো তাঁর নিয়ামতের প্রভাব বান্দাদের উপর দেখেন।” (তিরমিযী, কিতাবুল আদব, ৪/১৩৭৪, হাদীস: ২৮২৮) তোমার নিজের অবস্থা পরিবর্তন করা উচিৎ, যেনো তোমার সাথীরা তোমার অবস্থা দেখে দুশ্চিন্তাগ্রস্থ না হয়। (তারিখে বাগদাদ, নম্বর: ৭২৯৭, ১৩/৩৫৮)
পরিষ্কার পরিচ্ছন্ন লোককে আল্লাহ পাক পছন্দ করেন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণনাকৃত ঘটনা দ্বারা যেমন এটা প্রতীয়মান হলো: গরীব ও নিঃস্ব মুসলমানকে সাহায্য করা উচিৎ, তেমনি এটাও জানা গেলো, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও সজাগ থাকা উচিৎ। اَلْحَمْدُ لِلّٰہِ ইসলাম ধর্ম যেমনিভাবে মানুষকে শিরকের অপবিত্রতা থেকে পবিত্র করে ঈমানের দৌলত দ্বারা সম্মান ও মর্যাদা দান করেছেন, তেমনিভাবে বাহ্যিক পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতার মহান শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের প্রভাবকে উচ্চতর রাখারও নির্দেশ দিয়েছেন। শরীরের পবিত্রতা হোক বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, বাহ্যিক আকৃতির সৌন্দর্যতা হোক বা আচার আচরণের উন্নতি, বাড়ি ও আসবাব পত্রের উন্নতি হোক বা বাহনের পরিচ্ছন্নতা, মোটকথা প্রতিটি জিনিসকেই পরিষ্কার পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখতে দ্বীন ইসলামের মধ্যে শিক্ষা ও উৎসাহ প্রদান করা হয়েছে। যেমনটি ২য় পারা সূরা বাকারার ২২২ নং আয়াতে ইরশাদ হচ্ছে:
اِنَّ اللّٰہَ یُحِبُّ التَّوَّابِیۡنَ وَیُحِبُّ الۡمُتَطَہِّرِیۡنَ (۲۲۲)
(২য় পারা, সূরা বাকারা, আয়াত ২২২)