Faizan e Imam Azam

Book Name:Faizan e Imam Azam

ছিলো অতঃপর তৃতীয় দিন এবং রাতেও অনুরূপভাবে অতিবাহিত হলো আমি খুবই প্রভাবিত হলাম আর আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে, সারা জীবন তাঁর খেদমতে থাকবো সুতরাং আমি তাঁর মসজিদেই স্থায়ীভাবে অবস্থান করতে লাগলাম আমি আমার অবস্থানকালে ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে দিনে কখনো রোযা বিহীন রাতে কখনো ইবাদত নফল নামায আদায় করা থেকে উদাসীন হতে দেখিনি তবে যোহরের পূর্বে তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কিছুক্ষণ আরাম করে নিতেন (আল মানাকিব লিল মুয়াফ্ফাক, /২৩০ হতে ২৩১ পৃষ্ঠা অশ্রুর বারিধারা, পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ইমামে আযমের ব্যবসা পদ্ধতি!

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পাঠদান আল্লাহ পাকের ইবাদত করার পাশাপাশি হালাল রিযিক উপার্জনের জন্য ব্যবসাকে পেশা হিসেবে বেঁচে নিয়েছিলেন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ব্যবসাতেও মানুষের কল্যাণ কামনা শরয়ী বিধানাবলীর শুধু নিজে অনুসারী ছিলেন না, বরং নিজের সাথে কর্মরতদেরও এটার প্রতি উদ্বুদ্ধ করতেন

    হযরত হাফস বিন আব্দুর রহমান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত ইমামে আযম আবু হানীফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সাথে ব্যবসা করতেন এবং তাঁকে ব্যবসার মালামাল প্রেরণ করতেন একবার তাঁর নিকট কিছু কাপড় প্রেরণ করার সময় বললেন: হে হাফস! অমুক কাপড়ে কিছুটা ত্রুটি আছে যখন তুমি তা বিক্রি করবে, তখন ত্রুটি সম্পর্কে বলে দিবে হযরত হাফস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ব্যবসার কাপড় গুলো বিক্রি করে দিলেন এবং বিক্রি করার সময় ত্রুটি সম্পর্কে বলার কথা ভুলে গেলেন এবং এটাও ভুলে গেলেন যে, কাকে বিক্রি করেছেন যখন ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জানতে পারলেন তখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সকল কাপড়ের মূল্যই সদকা করে দিলেন