Faizan e Imam Azam

Book Name:Faizan e Imam Azam

চারিত্রিক প্রশিক্ষণের জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে ভরপুর অংশ গ্রহণ করুন শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদের যেই ৭২ নেক আমল প্রদান করেছেন সেগুলোর মধ্য হতে ৪৩ নং নেক আমল হলো: আপনি কি আজকে পরিষ্কার পরিচ্ছন্নতায় অভ্যস্ত থেকে উন্নত বৈশিষ্ট্য অবলম্বন করেছেন? (পরিষ্কার পরিচ্ছন্নতা: শরীর পোশাক, ঘর যেখানে কাজ করেন সেই জায়গা এবং সেখানকার আসবাবপত্র পরিষ্কার রাখা ইত্যাদি উন্নত বৈশিষ্ট্যের অনুসরণ: সময়ের নিয়মানুবর্তিতা, ঘর নিজের বা অন্য কারো গাড়িতে বসার সময় বিনা কারণে জোরে দরজা বন্ধ না করা, নিজের ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বা কারো কাছ থেকে যে জিনিস অনুমতি থাকা অবস্থায় নেয়া হয়েছিলো, অতঃপর সেই জায়গায় রেখে দেয়া ইত্যাদি)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আউলিয়ায়ে কেরামের জীবনী শুনার উদ্দেশ্য!

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কেরামগণের رَحِمَہُمُ اللهُ السَّلَام ঘটনাবলী বর্ণনা করার একটি উদ্দেশ্য হলো; আমরা যেনো তাদের জীবনাবস্থা সম্পর্কে শুনি এবং নিজেদের জীবনকে তাদেরই মোবারক জীবনের রঙে সাজানোর চেষ্টা করি সুতরাং আমাদেরও সকল গুনাহ থেকে তাওবা করে পূর্ববর্তী বুযুর্গগণের আচার আচরণ বিশেষ করে হযরত ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পদাঙ্ক অনুসরণ করে চলার চেষ্টা করা উচিত, اِنْ شَآءَ الله এর অসংখ্য বরকত নসীব হবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد